'তোমার মুখের গন্ধে একটা চুমুও খেতে পারিনা', ঋষিকে কেন একথা বলেছিলেন ঋদ্ধিমা

Published : May 01, 2020, 02:59 PM ISTUpdated : May 01, 2020, 03:07 PM IST

পরপর দু'দিনে দুই মহাতারকার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। গতকালই সকলকে ছেড়ে পরলোকে চলে গেছেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। মেয়ে ঋদ্ধিমা বাবার শেষকৃত্যের আগে দিল্লী থেকে মুম্বই পৌঁছতে পারেননি। শেষবারের মতো বাবাকে সামনে থেকে দেখা আর হল না মেয়ে। তাই ভিডিও কলেই বাবাকে শেষ দেখা দেখেছেন মেয়ে ঋদ্ধিমা। মেয়ে ঋদ্ধিমার জন্য নিজের শখের জিনিস ত্যাগ করেছিলেন ঋষি। জেনে নিন কী সেই বিশেষ জিনিস যা মেয়ের জন্য ত্যাগ করেছিলেন ঋষি কাপুর।

PREV
19
'তোমার মুখের গন্ধে একটা চুমুও খেতে পারিনা', ঋষিকে কেন একথা বলেছিলেন ঋদ্ধিমা

সূত্র থেকে জানা গেছে,  মেয়ে ঋদ্ধিমা বাবার শেষকৃত্যের আগে দিল্লী থেকে মুম্বই পৌঁছতে পারেননি আর সে কারণেই আলিয়ার সঙ্গে ভিডিও কলেই বাবাকে শেষ দেখা দেখেছেন ঋদ্ধিমা।

29

ঋষি কাপুর প্রচুর সিগারেট খেতেন। কোনওভাবেই সেই সিগারেটের নেশা থেকে তিনি বেড়াতে পারছিলেন না।

39

একদিন মেয়ে ঋদ্ধিমার কথাতেই ঋষি চিরতরে সিগারেট ছেড়ে দিয়েছিলেন। কী এমন বলেছিলেন ঋদ্ধিমা।

49

ঋদ্ধিমা বলেছিলেন, তোমার মুখে সিগারেটের গন্ধে আমি তোমায় সকালে চুমুও খেতে পারি না। এই কথা শোনার পরই ঋষি আর কোনওদিন সিগারেট খাননি।

59

লকডাউনের কারণেই দিল্লী থেকে সময়মতো মুম্বইতে আসতে পারেননি ঋদ্ধিমা। তাই শেষ দেখা আর দেখা হল না তার।

69

নিজের সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করছেন ঋদ্ধিমা। প্রতিটি ছবিতেই বাবাকে নিয়ে চরম হতাশা রয়েছে তার মনে।

79


 বাবাকে কতটা ভালবাসেন তিনি তা ভাষায় বোঝাতে পারছেন না ঋদ্ধিমা।

89

'ফিরে এসো, ফিরে এসো বাবা' এইভাবে বাবাকে ডাকছেন ঋদ্ধিমা। কিন্তু বাবা আর ফিরবে না। সেটাই মানতেই পারছেন না রণবীরের দিদি।

99


দিল্লীর ব্যবসায়ী ভারত সাহনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ঋদ্ধিমা। তাদের একটি মেয়ে রয়েছে। যারা নাম সামারা।

click me!

Recommended Stories