দীপিকা না ক্যাটরিনা, রণবীরের কোন প্রাক্তন প্রেমিকার ব্যাঙ্ক ব্যালন্স বেশি, জানুন কার পকেটে কত কোটি

Published : Mar 19, 2021, 11:46 AM IST

বাঘা বাগা অভিনেত্রীদের সঙ্গে দীর্ঘ দিনের প্রেমলীলা চালিয়ে এখন রণবীর ঠাঁই নিয়েছেন আলিয়ার কাছে। রণবীর জীবনে আসা যাওয়ার মাঝে একাধিকবার চরাই উতরাই দেখা দিয়েছিল দীপিকা ও ক্যাটরিনার মধ্যে। মন ভেঙেছিল, গ্রাস করেছিল অবসাদ, তারও মাঝে দাঁড়িয়ে বলিউডে ব্যটিং করে আয়ের ভান্ডার ভরিয়ে তুলেছেন দুই সেলেবই। তবে ব্যাঙ্ক ব্যলন্সে কে কাকে টেক্কা দিচ্ছে একবার দেখে নেওয়া যাক। 

PREV
110
দীপিকা না ক্যাটরিনা, রণবীরের কোন প্রাক্তন প্রেমিকার ব্যাঙ্ক ব্যালন্স বেশি, জানুন কার পকেটে কত কোটি

একজনের সঙ্গে সাত তো অন্য জনের সঙ্গে আট, দীর্ঘ দিনের সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কইফ ও দীপিকা পাড়ুকোন রণবীরের সঙ্গে। 

210

যার ফলে বিচ্ছেদও এদের জীবনে দাগ কেটে যায়। যার জেরে খানিক বলিউড কেরিয়ার টলে গিয়েছিল দুজনেরই। 
 

310

বর্তমানে দীপিকা পাড়ুকোন কেরিয়ারের এক কথায় পিকে রয়েছেন। রনবীরের সঙ্গে তাঁর বিয়ের পর অবসাদ এখন অতীত। 
 

410

বর্তমানে দীপিকার মোট সম্পত্তির পরিমাণ ৩৫১ কোটি টাকা। বর্তমানে তাঁর ব্রান্ড ভ্যালু ৫০ মিলিয়ন। 

510

বর্তমানে ১০ থেকে ১২ কোটি টাকা দীপিকা নিয়ে থাকেন একটি ছবি করার জন্য। 

610

শেষ তিন বছরে দীপিকার আয় বেড়েছে ৪০ শতাংশ টাকা। বেড়ে গিয়েছিল ব্রান্ড ভ্যালুও। ৮ কোটি নিয়ে থাকেন এখন একটি বিজ্ঞাপনে এন্ডোসমেন্টের জন্য। 

710

ক্যাটরিনাও বলিউডের এক দাপটে অভিনেত্রী। তবে রণবীরের চলে যাওয়ার পর সেভাবে ঘুরে দাঁড়াতে দেখা গেল না তাঁকে।

810

ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায় তাঁর আর রণবীরের ব্রেকআপ স্টোরি। ছবির জগতে খুব কমই দেখা যায় তাঁকে। যার ফলে কমেছে সম্পত্তির পরিমাণ। ২১০ কোটির মালিক ক্যাটরিনা। 

910

বর্তমানে একটি ছবি করতে তিনি নিয়ে থাকেন ৫০ থেকে ৬০ লক্ষ টাকা। বহু ব্রান্ডের সঙ্গে যুক্ত তিনি। 

1010

ক্যাটরিনার মাসিক আয় ৩০ লাখ টাকা। তবে বেশ কয়েকটি দামী গাড়ির মালকিন তিনি। 

click me!

Recommended Stories