Aishwarya Rai Bachchan secrate- পর্দায় সঙ্গমের দৃশ্যে অস্বস্তি, তার জেরেই কি ইমরানকে ফিরিয়েছিলেন

ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে একাধিক স্টারেরা জুটি বেঁধে অভিনয় করলেও, তাঁর কেরিয়ার গ্রাফে রয়েছে একাধিক তারকারদের তালিকা, যাঁরা হট ডিভার হট লিস্ট থেকে পড়েছিলেন বাদ। যার মধ্যে অন্যতম নাম ইমরান হাসমি। 

Jayita Chandra | Published : Nov 10, 2021 7:24 AM IST
19
Aishwarya Rai Bachchan secrate- পর্দায় সঙ্গমের দৃশ্যে অস্বস্তি, তার জেরেই কি ইমরানকে ফিরিয়েছিলেন

ঐশ্বর্য রাইয়ের (Aishwarya Rai Bachchan) ঝুলিতে দিন দিন ছবির সংখ্যা কমে যাচ্ছে, কেন, ভক্তমহলে চাহিদা কমছে অভিনেত্রীর, নাকি তিনিই বড্ড বেছে বেছেই ছবির গ্রহণ করছেন! এক্ষেত্রে দ্বিতীয়টাই সঠিক। 

29

ঐশ্বর্য রাই এখন ছবি পেলেই তা করতে নারাজ। সব দিক বিবেচনা করেই তবেই একটি ছবি সই করে থাকেন তিনি (Aishwarya Rai Bachchan)। তবে শর্তের তালিকাতে কি রয়েছে চুমুর দৃশ্যও! ইমরান হাসমির সঙ্গে ছবি বাদশাহর (Badsaaho)প্রস্তাব যখন হাতে পেয়েছিলেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan), সাফ না বলে দিয়েছিলেন।

39

কিন্তু কেন, সেই প্রশ্নের সাফ উত্তর না মিললেও বেশ খানিকটা আঁচ করা যায়। কারণ ইমরান হাসমির সঙ্গে তার সম্পর্কটা মোটেও সরল নয়। অন্তরঙ্গ দৃশ্যে শ্যুট করতে যে তেমবন কোনও সমস্যা নেই ঐশ্বর্যের তা প্রমাণ করেছিল অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিটি। তবে কারণ হল অতীত।

49

ইমরান হাসমি ঐশ্বর্য রাইকে একবার প্লাস্টিকের তকমা দেয়। সেখান থেকেই বিবাদ শুরু। ইমরান ছাড়াও অনেকেই ঐশ্বর্যের রূপ ও বুদ্ধি নিয়ে তোপ দেগেছেন একাধিকবার। 

59

কিন্তু সেই দিকে না তাকিয়ে ঐশ্বর্য নিজের মত করেই সবটা গুছিয়ে নিয়েছে। আর সেই সব তারকাদের রেখে দিয়েছেন বাতিলের খাতায়। ফলে স্পষ্টই বোঝা যায় যে ইমরানের বিপরীতে ঐশ্বর্যকে কোনও দিনই দেখা যাবে না।

69

যদিও ভবিষ্যতে সম্পর্কের মধ্যে থাকা উষ্ণতার পারদ যদি নামে, তবে ঘটতেই পারে মিরাকেল। তবে অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে অভিনয় করা নিয়ে উঠেছিল ঝড়। সম্পর্কের মধ্যে থাকা এই সমীকরণ ঘিরে নয়া বিতর্কে সৃষ্টি করেছিল এই ছবি। 

79

সত্যি যে বচ্চন পরিবারের সকলে এই ধরনের ছবি পছন্দ করে না তা সাফ হয়ে যায়। এই ছবি মুক্তির পরই উঠেছিল নেট দুনিয়ায় নয়া ঝড়। ফাঁস হয়েছিল বচ্চন ও ঐশ্বর্যের মধ্যে থাকা অশান্তির খবর।  

89

বচ্চন বধূর সম্পর্ক ভাঙার খবর ছড়িয়ে পড়েছিল সর্বত্র। জয়া বচ্চনের সঙ্গেও জড়িয়ে পড়েছিলেন বচসায়। কোথাও গিয়ে যেন সেই সমীকরণেই খাতিয়েই ছবি করতে আজ পিছু পা ঐশ্বর্য। 

99

পরিবারের মান নষ্ট হোক এমন কোনও কাজই করবেন না ঐশ্বর্য, আর তার জেরেই এবার একাধিক ছবির প্রস্তাব ফেরাতে হচ্ছে, কেবল মাত্র সঙ্গম বা ঘনিষ্ট দৃশ্যে তিনি নারাজ। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos