২২ ঘন্টা জার্নি করে, ৩ টে ফ্লাইট পাল্টে কেন দীপিকা ছুঁটে ছিলেন সুশান্তের ছবিতে আইটেম ডান্স করতে

Published : Mar 04, 2021, 05:23 PM ISTUpdated : Mar 06, 2021, 03:26 PM IST

সুশান্ত সিং রাজপুত, বলিউডের একাধিক তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। প্রতিটা ছবিতেই নয়া নয়া অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন। জীবনের সফর সামান্য হলেও বলিউডের সফর বেশ রঙিন। যার মধ্যে অন্যতম ছবি হল রাবতা। 

PREV
112
২২ ঘন্টা জার্নি করে, ৩ টে ফ্লাইট পাল্টে কেন দীপিকা ছুঁটে ছিলেন সুশান্তের ছবিতে আইটেম ডান্স করতে

কৃতি স্যানন ও সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবি রাবতা। সেভাবে বক্স অফিসে সাফল্য দেয়নি। তবে এই ছবির গান ব্লকবাস্টার। 

 

212

এই ছবির গানের মধ্যে রাবতা টাইটেল গানটি সকলের মন ছুঁয়েছিল এক পলকেই। যেখানে অতিথি শিল্পী ছিলেন দীপিকা পাড়ুকোন। 

312

সাধারণত তাঁকে কোনও আইটেম গানে দেখা যায় না। একটি মাত্র ছবি, যেখানে তিনি অভিনয় না করেও আইটেম গানে নেচেছিলেন। 

412

শুধু তাই না, এই গানে শ্যুটের জন্য দীপিকা রীতিমত টানা ২২ ঘণ্টা ট্রাভেল করেছিলেন। 

512

পাল্টেছিলেন একের পর এক ফ্লাইট। মোট তিনটি ফ্লাইট পাল্টে তিনি পৌঁছে গিয়েছিলেন স্পটে। 

612

মাত্র এক রাতে রিহারসাল করে তিনি শ্যুট শেষ করেছিলেন। কারণ ছিল একটাই, তবে তা পারিশ্রমিক নয়। 

712

ছবির পরিচালক দীনেশ ভিজান, তিনি দীপিকার সঙ্গে লাভ আজ-কাল ছবিতে কাজ করেছেন, করেছেন ককটেইল ছবিটিও। 

812

দীনেশ দীপিকার খুব ভালো বন্ধু। তাই দীনেশের ডাকে সাড়া না দিয়ে পারেননি তিনি। রাবতা দীনেশের ছবি।

912

সেই কারণেই বিশেষ অনুরোধে এই গানটি শ্যুট করেছিলেন দীপিকা। যা মুহূর্তে হয়ে উঠেছিল ভাইরাল। 

1012

এই গান আজও নেট দুনিয়ায় ভাইরাল। দীপিকার হটলুক ও সুরের পার্ফেক্ট ব্যালেন্সই ছিল এই গানের ইউএসপি।

1112

বর্তমানে দীপিকা পাল্টেছে ছবির ঘরানা ও চিত্রনাট্যের ধাঁচ। যদিও সুশান্তের কেরিয়ারে এই গান আজও ভক্তমনে সেরা হয়েই রয়েছে।

1212

নির্বাচনের খবর এবার হাতের মুঠোয়। 

 

click me!

Recommended Stories