মধ্যরাতে কেন বাড়ি ফিরতেন আলিয়া, মাসের পর মাস কোথায় ছিলেন কাপুর পরিবারের 'হবু বউমা'

আলিয়া ভাট। পরিচালক মহেশ ভাটের ছোট কন্যা হিসেবে নয়, বরং অল্প বয়সেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে বি-টাউনে দাপটের সঙ্গে অভিনয় করছেন। একের পর এক  ব্লকবাস্টার সিনেমা রয়েছে তার ঝুলিতে। শুটিং করতে গিয়ে যেমনঅনেক কিছুর সম্মুখীন হতে হয় অভিনেতা অভিনেত্রীদের। বাস্তব জীবনেও একটি অদ্ভুত অভিজ্ঞতার শিকার হয়েছিলেন বলি অভিনেত্রী আলিয়া ভাট। মাসের পর মাস মধ্যরাত কিংবা ভোরবেলায় বাড়ি ফিরতে হয়েছে আলিয়াকে। তাহলে সারারাত কোথায় থাকতেন কাপুর পরিবারের হবু বউমা, জানলে অবাক হবেন।

Riya Das | Published : Jan 16, 2021 10:48 AM
18
মধ্যরাতে কেন বাড়ি ফিরতেন আলিয়া, মাসের পর মাস কোথায় ছিলেন কাপুর পরিবারের 'হবু বউমা'

বলিপাড়ার কাপলদের মধ্য সবথেকে বেশি চর্চিত রণবীর কাপুর ও আলিয়া ভাট। কবে তারা গাটছড়া বাঁধবেন এই প্রশ্নই এখন বলিমহলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। রাজকীয় বিয়ের সাক্ষী কবে হতে চলেছে বলিউডে এই দিকেই আপতত তাকিয়ে রয়েছে সকলেই।

28


বিয়ের খবরে মধ্যেও আলিয়ার  শুটিং সেটের খবরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। শুটিং প্রায় শেষের পথে। কিন্তু কবে ছবি মুক্তি পাবে তা নিয়ে সন্দেহ যেন থেকেই যাচ্ছে। 

38


লকডাউনের পরেই বন্ধ হয়ে গিয়েছিল সঞ্জয় লীলা বনশালি পরিচালিত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির- শুটিং। লকডাউন শিথিল হতেই ফের শুরু হয়েছে ছবির শুটিং।

48


লকডাউনের পরেই বন্ধ হয়ে গিয়েছিল সঞ্জয় লীলা বনশালি পরিচালিত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির- শুটিং। লকডাউন শিথিল হতেই ফের শুরু হয়েছে ছবির শুটিং।

58

সূত্রের খবর, গত প্রায় দু মাস ধরে নাকি রাত-দিন এক করে কাজ করে চলেছেন আলিয়া ভাট। এবং এই শুটিংয়ের কারণে অনেকদিন টাইমমতো  বাড়ি ফিরতেও পারেননি অভিনেত্রী।

68


মধ্যরাত কিংবা ভোরবেলাতেই মাসের পর মাস বাড়ি ফিরেছেন কাপুর পরিবারের হবু বউমা। এর কারণ একটাই, যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব শুটিং শেষ করা।

78

ছবিটি কোনওভাবেই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করাতে চান না পরিচালক। 

88

এত খরচ এবং পরিশ্রম করে বানানো ছবি বড়পর্দাতেই রিলিজ করাতে আগ্রহী পরিচালক। দীপাবলিতেই মুক্তি পেতে পারে  'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos