সেই প্রশ্নের উত্তরেই মজার ছলে কাজল জানান, ভগবানকে অনেক ধন্যবাদ। আমাদের বাড়িতে চারটে বেডরুম আছে। আমরা মন খারাপ হলেই একে অপরের থেকে আলাদা হয়ে যাই। নিজেরা নিজেকে বন্ধ করে ফেলি। এবং সে সময় অজয়ের সঙ্গেও থাকি না। এমনকী ছেলে-মেয়েদেরও সঙ্গেও থাকি না। আর এইভাবেই লকডাউন কেটেছে।