হট ফিগারে উষ্ণ আবেদন না একাধিক সম্পর্কের ঝড়, কোন কারণের প্রিয়ঙ্কার সঙ্গে আর ছবি করলেন না অক্ষয়

Published : Apr 29, 2021, 07:04 AM IST

শাহরুখ খান ও প্রিয়ঙ্কা চোপড়া একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। কিন্তু সেই জুটিকে আর পাওয়া গেল না পর্দায়। কেন, প্রশ্ন উঠতেই সামনে এসেছিল অক্কির অন্দরমহলের হুমকির কাহিনি। 

PREV
18
হট ফিগারে উষ্ণ আবেদন না একাধিক সম্পর্কের ঝড়, কোন কারণের প্রিয়ঙ্কার সঙ্গে আর ছবি করলেন না অক্ষয়

বলিউডে পা রাখার কিছু দিনেই মধ্যেই ভাইরাল হয়ে উঠেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। একের পর এক হিট ছবি উপহার দিয়েছিলেন সকলকে। 

28

স্টারেদের মধ্যে অন্যতম ছিলেন প্রিয়ঙ্কা, যার সঙ্গে একাধিক স্টারের জুটি ছিল এক কথায় হিট। 

38

তবে এতেই ইতি নয়। একাধিক সময় অনস্ক্রিন কেমিষ্ট্রি, অফস্ক্রিনেও ধরা পড়ত। আর সেখানেই হত বিপত্তি। 

48

একাধিক তারকার সঙ্গে মুহূর্তে নাম জড়িয়ে যায় প্রিয়ঙ্কা চোপড়ার। আর তা থেকেই ঘোর আপত্তি ছিল টুইঙ্কেলের। 

58

একাধিক ছবি এই জুটির হিট হলেও টুইঙ্কেল মেনে নিতে পারছিলেন না এই জুটির অভিনয়। 

68

প্রিয়ঙ্কার প্রতি ধীরে ধীরে আস্থা হারাচ্ছিলেন তিনি। এক সময় তা সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি প্রিয়ঙ্কার সঙ্গে অক্কিকে অভিনয় করতে দেবেন না। 

78

প্রিয়ঙ্কা প্রথম থেকেই নিজের ফিটনেস ফান্ডা ও স্টানিং লুকে ধরে ধরে রেখেছেন তাঁর ভক্তকূলকে। কিন্তু তাঁর প্রেমের সম্পর্কের তালিকা দীর্ঘ হওয়াতেই বিপত্তি। 

88

আর ঠিক এই কারণেই অক্ষয়ের সঙ্গে এক ফ্রেমে আর দেখা যানি প্রিয়ঙ্কাকে। পরবর্তীতে তাঁরা একসঙ্গে ছবি করে কি না তাই এখন দেখার। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories