আগামী বছরের শুরুতেই দ্বিতীয় সন্তান আসতে চলেছে পতৌদি পরিবারে। খুব শীঘ্রই দাদা হতে চলেছে তৈমুর।
412
৪০ বছর বয়সে দ্বিতীয়বার সন্তানের মা হতে চলেছেন বেবো, এবং ৫০ পেরিয়ে চতুর্থবার বাবা হতে চলেছেন সইফ আলি খান।
512
দীর্ঘদিন ধরে গুঞ্জনের মধ্যেই নিজেই জানিয়েছেন এই খুশির খবর। তার পর থেকেই তাকে ঘিরে শোরগোল নেটদুনিয়ায়।
612
পুত্রসন্তান না কন্যাসন্তান কী আসতে চলেছে সইফিনার জীবনে, তা জানার সঙ্গে মুখিয়ে রয়েছে নেটিজেনরা।
712
তৈমুরের জন্মের সময় করিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ছেলে না মেয়ে কী চান তিনি। তার উত্তরে বেবো জানিয়েছিলেন, ছেলে বা মেয়ে কোনও কিছু নিয়েই তার ট্যাবু নেই।
812
তবে করিনা এইবার মনে প্রাণে কন্যাসন্তান চাইছেন। এমনই ইচ্ছা প্রকাশ করেছেন করিনা কাপুর।
912
যদিও কন্যাসন্তান চাওয়ার কারণে বিশেষ কারণ রয়েছে। তা নিজেও জানিয়েছেন অভিনেত্রী। তারাও যেহেতু দুই বোন তাই মেয়েরা বাবা-মায়ের খেয়াল রাখে বলে মনে করেন করিনা।
1012
দিদি করিশ্মা ও করিনা যেভাবে বাবা রণধীর এবং মা ববিতা-কে দেখাশোনা করেন, ছেলে হলে এমনটা করত না বলেই করিনার মত।
1112
প্রেগনেন্সিতেও ঠিকরে বেরোচ্ছে গ্ল্যামার। সকলেই তার রূপে মুগ্ধ। বলিউডের গ্ল্যামার আইকন করিনা কাপুরের নজরকাড়া 'বেবিবাম্প ফ্লন্ট' মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
1212
গর্ভাবস্থার কারণে পা ফুলে গেছে করিনার। যার কারণে হাঁটতে অসুবিধা হচ্ছে মম টু বি র।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।