১০ বছরের ছোট নিক, সংসারে ব্যালন্সের অভাবেই কি সন্তান নিচ্ছেন না প্রিয়ঙ্কা

সম্পর্কের খবর যখন ছড়িয়ে পড়েছিল সর্বত্র তখন থেকেই সকলের সামনে উঠে আসে একটি প্রশ্ন, এই সম্পর্ক টিকবে তো। কেউ বলে হ্যা কেউ বলে না কেউ আবার শুধুই মজা দেখে। আর একাধিকবার প্রশ্নের সামনে পড়তে হয় নিক প্রিয়ঙ্কার জুটিকে।

Jayita Chandra | Published : Aug 22, 2021 9:31 AM
19
১০ বছরের ছোট নিক, সংসারে ব্যালন্সের অভাবেই কি সন্তান নিচ্ছেন না প্রিয়ঙ্কা

কখন উঠে এসেছিল বিচ্ছেদের গুঞ্জন। কখনো সামনে এসেছিল প্রিয়াঙ্কা-নিকের সম্পর্ক ভাঙ্গন এর খবর। তবে কোনটাই ধোপে টেকেনি।

29

এই নিয়েই এবার প্রকাশ্যে মুখ খুললেন প্রিয়ঙ্কা। সম্পর্ক ঘিরে একাধিকবার বিতরকের মুখে পড়তে হয়েছে তাকে। কতটা কঠিন?

39

প্রতিবাদ করেছি প্রিয়ঙ্কা একাধিকবার। কখনো মুখ ফুটে জানিয়েছেন তিনি ভাল আছেন, কখনো আবার নীরব হইয়া এড়িয়ে গেছেন সবটা।

49

এফআরসি কঠিন লড়াই নিন মুখ খুললেন বিগি চপস। চ্যানেলের সম্পর্কের মধ্যে ব্যালেন্স থাকাটাই জরুরি। বিপরীতে মানুষটা কে চিনে নিতে হয়।

59

সম্পর্কে এটাই চ্যালেঞ্জ। একটা মানুষকে সারাজীবন পাশে পাওয়া বিশাল ব্যাপার। এই সময়ে সময়ে তার ভালো-খারাপ সব বুঝে নেওয়া দরকার।

69

প্রিয়াঙ্কা কথায় কোয়ারেন্টাইন তাদের আরো বেশি কাছাকাছি এনেছে। ব্যস্ততার জন্য নিজেদের সময় কাটানোটা হয়ে ওঠে না।

79

তুমি একে অপরকে যেন আরো বেশি করে চিনে নেওয়া গেছে এই সময়টাতে। প্রতিটি সম্পর্কের মত এই সম্পর্কেও বিশ্বাসটা প্রয়োজন।

89

প্রিয়ঙ্কার কথায় তিনি অনেক দুজনই জানেন ভাল কিভাবে থাকতে হয়। এখানে দুজনের মতের ভীষণ মিল। আর তা দিয়েই তৈরি সম্পর্কের ভিত। 

99

কাজের বাইরেও সব সময় সময়টা উপভোগ করতে ভালবাসিনি প্রিয়ঙ্কা। ভালো লাগে একে অপরের সঙ্গে সময় কাটাতে। তবে সন্তানের সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত, তা যদি গর্ভে আসে, তবে সকলে জানতেই পারবেন, এখনই তেমন কোনও পরিকল্পনা নেই বলেই জানান পিগি চপস।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos