বলিউডের হট কাপলস-এর কথা বললেই সবার আগে মনে আসে 'দীপবীর'-র নাম। কিছু না কিছু করেই ,সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে সর্বদাই রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সম্প্রতি দীপবীরের পুরোনো ভিডিও নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। যেখানে রণবীরের বাথরুমের গোপনীয়তা ফাঁস করে দিয়েছেন বউ দীপিকা পাড়ুকোন। জানেন কি, বিছানায় দীপিকার সঙ্গে ঘনিষ্ঠতায় মত্ত হওয়ার আগে বাথরুমে বেশি সময় কাটান বলি হাঙ্ক রণবীর কাপুর। ফাঁস হল দীপ-বীরের 'বেডরুম সিক্রেট'।