বি-টাউনের মোস্ট পপুলার ব্যাচেলর সলমন খান। সুশান্তের মৃত্যুর পর থেকেই একের পর এক অভিযোগ বিদ্ধ হয়েছেন অভিনেতা। স্বজনপোষণ নিয়েও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তারকা থেকে পরিচালক নেপোটিজম নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন বলিউডের ভাইজানের বিরুদ্ধে। এতদিন উদারতা নিয়ে জনপ্রিয়তা পেলেও তার রাগের জন্যও বিশেষ পরিচিতি রয়েছে সলমনের। সম্প্রতি পুরোনো একটি ঘটনা আবারও ভাইরাল হয়েছে। একবার একটি পাবে গিয়ে রণবীর কাপুরকে চড় মেরেছিলেন সলমন। সকলেই ভেবেছিলেন ক্যাটরিনার কারণেই তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। এই পুরোনো জল্পনায় নেটদুনিয়ার 'হটকেক'।
সম্পর্ক, বিচ্ছেদ, মারামারি, হুমকি এই সব বিষয়েই পেজ থ্রি-র শিরোনামে থাকেন সলমন খান।
210
তখনও পর্যন্ত রণবীর কাপুর তারকা হননি। সূত্র থেকে জানা গেছে, দাবাং ও রেডি -র মতো ব্যাক টু ব্যাক ব্লকব্লাস্টার ছবি উপহার দেওয়ার পর সঞ্জয় দত্তর সঙ্গে মুম্বইয়ের একটি পাবে পার্টিতে মত্ত ছিলেন সলমন।
310
সেই পাবটিতে রণবীর কাপুরও তার বন্ধুদের নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। এর পরেই সলমন ও রণবীরের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এমনকী পাবের মাঝখানেই দুজনে হাতাহাতিও শুরু করে দিয়েছিলেন।
410
এক কথার থেকে অন্য কথা বাড়তেই ঝামেলা আরও বেড়ে যায়। এবং সলমনের ক্ষোভও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারপরেই রেগে গিয়ে রণবীরকে সপাটে চড় মারেন সলমন।
510
ঝামেলা এতটাই বেড়ে গিয়েছিল যে মাঝে সঞ্জয় দত্ত এসে দুজনকে আলাদা করেছিল, এবং রণবীর কাপুরও পাব ছেড়ে বেরিয়ে গিয়েছিল।
610
সূত্র থেকে পরে জানা গেছে, সলমন খানের বাবা সেলিম খান পরে ঋষি কাপুরের কাছে ছেলের হয়ে ক্ষমা প্রার্থনা করে একটি চিঠিও পাঠিয়েছিলেন।
710
তারপর থেকেই সলমন ও রণবীরের সম্পর্ক ঠিকঠাক ছিল না। তারপরই এই ঝগড়াই নয়া মোড় নেয় ক্যাটরিনা কাইফের এন্ট্রি।
810
একদিকে সলমনের সঙ্গে ক্যাটের ঘনিষ্ঠতা, অন্যদিকে রণবীরের সঙ্গে ক্যাটরিনার গুজবে তোলপাড় হয়েছিল গোটা বি-টাউন।
910
কফি উইথ করণ-এ এসেও রণবীর কাপুরকে প্রকাশ্যে অপমান করেছিলেন ক্যাটরিনা। যা শুনে হতবাকও হয়েছিলেন করণ জোহর।
1010
কিন্তু এত ঝামেলার মধ্যে সঞ্জু ছবিতে রণবীরের অভিনয়ে মুগ্ধ হয়ে অভিনেতার প্রশংসাও করেছিলেন সলমন।