ভিডিওতে দেখা যাচ্ছে, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবন নিয়ে একটি ডান্স পারফরমেন্স প্রতিযোগিতার মঞ্চ মাতিয়ে রেখেছে। যা দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন শিল্পা শেট্টি। তারপরই মুখ খোলেন অভিনেত্রী।
67
রীতিমতো গলা উঁচিয়ে বলেন, ঝাঁসির রানির গল্প শুনলেই এখনও আমার চোখের সামনে সমাজের চেহারাটা ভাল কপে ফুটে ওঠে। নারীদের নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হয়। স্বামী না থাকলেও অস্তিত্বের জন্য লড়াই করতে হয় আত্মপরিচয় এবং সন্তানদের জন্য।
77
শিল্পা আরও জানিয়েছেন, এমন কিছু নারীর জন্য তিনি গর্বিত। তার আরও মনে হয় যে রকম পরিস্থিতিই আসুক না কেন, তিনি লড়াই জানাবেন। সেই অনুপ্রেরণার জন্য তিনি লক্ষ্মীবাঈয়ের মতো নারীদের কুর্নিশ জানালেন।