ডেটিং থেকে লিভইন, পাকিস্তানের ক্রিকেটরের সঙ্গে গোপন সম্পর্কের ঝড়ে সুস্মিতার

সুস্মিতা সেন, এক কথায় বলতে গেলে বলিউডের হট কুইন এই ডিভা তাঁর উপস্থিতিতেই তাক লাগিয়েছেন ভক্তদের মনে। স্টার ফ্য্নও তাঁর নেহাতই কম নয়। নিজের হট লুকই যেন তাঁর ইউএসপি। সেই সুস্মিতাতেই মজেছিলেন পাকিস্তানের ক্রিকেটর ওয়াসিম আক্রম। 

Jayita Chandra | Published : Sep 16, 2020 7:15 AM IST / Updated: Sep 16 2020, 01:25 PM IST
18
ডেটিং থেকে লিভইন, পাকিস্তানের ক্রিকেটরের সঙ্গে গোপন সম্পর্কের ঝড়ে সুস্মিতার

ওয়াসিম আক্রমের সঙ্গে সুস্মিতা সেনে আলাপ হয় এক রিয়ালিটি শো-তে। সেখানেই প্রথম পরিচয়। 

28

ধীরে ধীরে সম্পর্ক এগোতে থাকে তাঁদের মধ্যে। অনেকের দাবী সেই সম্পর্ক ছিল বন্ধুত্বের থেকে অনেকটা এগিয়ে।

38

দুজনকে মাঝে মধ্যেই দেখা যেত একই সঙ্গে। কিন্তু সেই সম্পর্কের জল খুব বেশিদূর এগোতে পারেনি।

48

কারণ তখন ওয়াসিম আক্রম বিবাহিত। সেই জন্যই তাঁদের মধ্যে থাকা সম্পর্ক গোপনেই থেকে যায়। 

58

কিন্তু এখানেই শেষ নয়। তাঁর স্ত্রী প্রয়াত হওয়ার পর আবারও কাছাকাছি এসেছিলেন এই দুই স্টার। 

68

মুহূর্তে রটে গিয়েছিল তাঁদের লিভইনের খবর। তঁরা কি বিয়ে করতে চলেছেন! উঠেছিল প্রশ্ন। 

78

জল্পনা তখন তুঙ্গে, সুস্মিতা জানিয়েছিলেন, ওয়াসিমের রহস্যময় চরিত্র তিনি কিছুই বুঝতে পারেন না। তবে তাঁদের মধ্যে কোনও সম্পর্কই নেই। 

88

পাশাপাশি একি কথায় জানিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটর। তাঁর কথায় তিনি জেরবার এই খবরে ও প্রশ্নে। তিনি একটা বছর ভারতের কাছ থেকে ছুটি নিতে চান। ছেলেদেরকে সময় দিতে চান। 

Share this Photo Gallery
click me!

Latest Videos