'হট অ্যান্ড সেক্সি' অনুষ্কাকে কেন পছন্দ করতেন না বিরাট, জন্মদিনে ফাঁস বিরুষ্কার 'Secret'

Published : May 01, 2021, 01:55 PM IST

বলিউডের প্রথমসারির অভিনেত্রী অনুষ্কা শর্মা আজ ৩৩ শে পা দিলেন। সদ্যই ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন অনুষ্কা শর্মা। সন্তান জন্মের পর এটাই প্রথম জন্মদিন অনুষ্কার।  বি-টাউনে অনেকের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন অনুষ্কা। তবে রিলেশন হলেও বিয়ে করেননি নায়িকা। ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে গাটছড়া বেধে চুটিয়ে সংসার করছেন অনুষ্কা। জানেন কি অনুষ্কার মধ্যে এমন একটি বিষয় রয়েছে যা একদমই পছন্দ নয় বিরাটের। কী সেই বিশেষ স্বভাব যা মন কাড়ে না অধিনায়কের। 

PREV
19
'হট অ্যান্ড সেক্সি' অনুষ্কাকে কেন পছন্দ করতেন না বিরাট,  জন্মদিনে ফাঁস বিরুষ্কার 'Secret'

বিরাট কোহলি- অনুষ্কা শর্মা এখন সকলের বিরুষ্কা। ভক্তদের ভালবাসায় এই জুটির নাম পরিবর্তন হয়েছে বিরুষ্কায়।

29

গত ১১ জানুয়ারি দুই থেকে তিন হয়েছেন বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কা। মেয়ের বয়স ২ মাস পেরোতে না পেরোতেই সেক্সি চাবুক  ফিগারে শুটিং ফ্লোরে ফিরে সকলকে চমকে দিয়েছেন অনুষ্কা শর্মা।

39

আজ ৩৩ -শে পা দিলেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। অতীতে বহু তারকার সঙ্গে তার সম্পর্ক নিয়ে চর্চিত হয়েছে বি-টাউনে।

49

সমস্ত জল্পনা ছাপিয়ে অবশেষে তিনি এখন বিরাট ঘরণী। সবসময়েই দুজন দুজনার পাশে থেকেছেন।

59

বিরাটের প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচেও দেখা যায় অনুষ্কাকে। অভিনেত্রীর অনুপ্রেরণাই তার জয়ের শক্তি।
 

69

অনুষ্কাকে নিয়ে খুব একটা খোলামেলা আলোচনা করতে কখনওই দেখা যায় না বিরাট কোহলিকে।

79

কিন্তু একটি সাক্ষাৎকারে একবার অনুষ্কাকে নিয়ে মুখ ফসকে একটি কথা বলে ফেলেছিলেন বিরাট। যা শুনে সকলেই চমকে গেছিল।

89

অনুষ্কার এমন একটি স্বভাব রয়েছে যা মোটেই পছন্দ নয় বিরাটের। যখনই তারা দেখা করেন অনুষ্কা সবসময়েই দেরি করে করে আসেন। সময় নিয়ে একদমই পাংচুয়াল নন অনুষ্কা।

99


অনুষ্কার এই স্বভাব একদমই পছন্দ করেন  না বিরাট। কিন্তু অনুষ্কার অবদান যে তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা তিনি অকপটে স্বীকার করেছেন। 

click me!

Recommended Stories