বলিউডের প্রথমসারির অভিনেত্রী অনুষ্কা শর্মা আজ ৩৩ শে পা দিলেন। সদ্যই ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন অনুষ্কা শর্মা। সন্তান জন্মের পর এটাই প্রথম জন্মদিন অনুষ্কার। বি-টাউনে অনেকের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন অনুষ্কা। তবে রিলেশন হলেও বিয়ে করেননি নায়িকা। ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে গাটছড়া বেধে চুটিয়ে সংসার করছেন অনুষ্কা। জানেন কি অনুষ্কার মধ্যে এমন একটি বিষয় রয়েছে যা একদমই পছন্দ নয় বিরাটের। কী সেই বিশেষ স্বভাব যা মন কাড়ে না অধিনায়কের।