Published : Feb 11, 2021, 05:01 PM ISTUpdated : Mar 17, 2021, 11:52 AM IST
মীরা রাজপুত ও শহিদ কাপুরের বিয়ের পর কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। মীরা কাপুর এখন দুই সন্তানের মা। তবুও এখনও আগের মতই ফিগার ধরে রেখেছেন এই শহিদ পত্নী। মা হয়েছেন তাতে কি? তাঁর আকর্ষণ এখনও কমেনি বিন্দু মাত্র। হট (Hot) সুইমিং কস্টিউমে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়ছেন মীরা রাজপুত।
চোখে সানগ্লাস আর পরণে ট্রান্সপারেন্ট শার্টে। ছাতা দিয়ে নিজেকে ঢেকে রেছেছেন মীরা। এই লুকেও তাকে বেশ আকর্ষনীয় দেখাচ্ছে তা আর বলার অপেক্ষা। তবে ছাতার আড়ালে কি লুকিয়েছেন তিনি সেটাই এখন প্রশ্ন।
25
ওপরে কালো ক্রপ টপ আর তার সঙ্গে কালো স্রাগ। আর নীচে ঢিলে ঢালা প্যান্টে দিব্বি মানিয়েছে শাহিদ পত্নীকে।
35
উন্মুক্ত কালো ক্রপ টপ। দুর্দান্ত ফিগারে নজর কাড়ছেন মীরা। আয়নার সামনে দাড়িয়ে ফটো তুলে বাজি মাত করলেন এই সুন্দরী।
পরণে মাল্টি রেড ও ব্লু কম্বিনেশনের ড্রেস। একেবারে সাধারণ পোশাকেও অসাধারণ দেখাচ্ছে শাহিদ পত্নীকে। তাঁকে দেখে একেবারেই বোঝার জো নেই দুই সন্তানের মা তিনি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।