সুস্মিতা লিখেছেন, 'মেয়েরা সবসময়েই ভাবে ছেলেরা পাল্টে যাবে কিন্তু সেটা বাস্তবে ঘটে না। ছেলেরা ভুল করতেই থাকে আর ভাবে মেয়েরা কখনও ছেড়ে যাবে না। কিন্তু সে যাবেই'। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন 'ফ্যাক্ট চেক' এবং 'ট্রু দ্যাট', এবং লেখেন 'আমি তোমাদের ভালবাসি'।