মালাইকা-অর্জুন কাপুরের কি আদেও বিয়ে হবে, কী বলছে ভাগ্যরেখা, জানালেন জ্যোতিষশাস্ত্র

মালাইকার সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্কের খবর প্রকাশ্যে এসেছিল সোশ্যাল মিডিয়ায়। আরবাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মালাইকা মন দিয়েছেন অর্জুন কাপুরকে। এরপর থেকে প্রকাশ্যেই খুল্লাম খুল্লা প্রেম করে তাক লাগিয়েছেন এই জুটি। তবে বিয়ে কবে করছেন এই পাওয়ার কপিল, নাকি লিভইন-ই ভবিষ্যৎ, কী বলছে জ্যোতিষশাস্ত্র! 

Jayita Chandra | Published : Mar 4, 2021 3:40 AM IST
19
মালাইকা-অর্জুন কাপুরের কি আদেও বিয়ে হবে, কী বলছে ভাগ্যরেখা, জানালেন জ্যোতিষশাস্ত্র

আরবাজের সঙ্গে সম্পর্কে ফাটলের পরই নতুন সম্পর্কের দিকে ঝুঁকে ছিলেন মালাইকা আরোরা। 

29

অর্জুন কাপুরের সঙ্গে তাঁর আলাপ গ্যালাক্সিতেই। সলমন খানের বাড়িতেই বেড়ে ওঠে তাঁদের প্রেম পর্ব। ঠিক কোন পথে সম্পর্ক এগোতে থাকে! 

39

লকডাউনেই আরও স্পষ্ট হয়ে দাঁড়ায়। এই দুই একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। 

49

লকডাউনে তাঁরা লিভ ইন সম্পর্কেও চলে আছেন। কিন্তু কোথাও গিয়ে যেন বিয়ের খবর কিছুই আসছে না সামনে। 

59

কবে বিয়ে করছে এই জুটি, এই প্রশ্নের উত্তরই হন্যে হয়ে খুঁজছে ভক্তমহল। তবে বিয়ে যে করবেন তাঁরা, তার ইঙ্গিত মিলেছে একাধিকবার। 

69

কি বলছে জ্যোতিষশাস্ত্র! বিয়ের পিঁড়িতে কি বসতে চলেছেন মালাইকা-অর্জুন। জ্যোতিষ আচার্য জগন্নাথ গুরুজির মতে তাঁরা বিয়ে করবেন ঠিকই। 

79

কোনও সম্পর্কই নেই যেখানে বিবাদ থাকবে না। এই সম্পর্ক নিয়ে কিছুটা ধোঁয়াশাতে রয়েছেন অর্জুন। 

89

পরিবারের দিক থেকে পাচ্ছেন একাধিক বাধা, যা তাঁকে বেশ ভাবিয়ে তুলছে। সেখান থেকেই দানা বাঁধছে সমস্যা। 

99


তবে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী, সব দুর্যোগ কাটিয়ে উঠবেন এরা চলতি বছরে, ফলে ২০২১-এর শেষের দিকেই হতে পারে চার হাত এক। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos