অবসাদ খুব কঠিন একটা সময়, কঠিন লড়াই হানি সিং-এর, পাশে ছিলেন দীপিকা-শাহরুখ

Published : Sep 15, 2020, 09:22 AM IST

বিনোদন জগতের তারকারা সম্প্রতি মানসিক অবসাদ নিয়ে প্রকাশ্যে কথা বলাটা অনেক বেশি সহজ করে তুলেছে। সেলেব মহলের চাপ যতটা বেশি, ঠিক ততটাই তাড়াতাড়ি গ্রাস করে মানসিক অবসাদ। তা একাধিকবার প্রকাশ্যে এনেছেন বহু তারকাই। নিজেকে ধরে রাথার চেষ্টাই যেন মানুষকে ক্রমেই চিন্তিত করে তোলে। আর সেখান থেকেই মূলত জায়গা করে নেয় মানসিক অবসাদ। 

PREV
18
অবসাদ খুব কঠিন একটা সময়, কঠিন লড়াই হানি সিং-এর, পাশে ছিলেন দীপিকা-শাহরুখ

মানসিক অবসাদ নিয়ে এবার মুখ খুললেন বলিউড ব়্যাপর ইয়ো ইয়ো হানি সিং। 

28

বলিউডের একাধিক সেলেবরাই মানসিক অবসাদের শিকার। তবে সম্প্রতি তা নিয়ে মুখ খোলা শুরু করেছেন তারাকারা। 

38

বেশ কয়েকমাস গানের জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন হানি সিং। জানিয়েছিলেন, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। 

48

প্রথমে বেশ কিছুদিন এটা মেনে নিতেই তাঁর অস্বস্তি হয়েছিল যে তিনি অবসাদের শিকার। 

58

কিন্তু পরবর্তীতে অনুভব করেছিলেন এই লড়াই কতটা কঠিন। যদিও তাঁর কথায় তিনি প্রতিটা পদে পদে পরিবার ও বন্ধুদের পাশে পেয়েছিলেন। 

68

নিজেকে বেশ কয়েকমাসের জন্য গানের জগত থেকে সরিয়ে নিয়েছিলেন হানি সিং। একাকিত্ব ক্রমেই গ্রাস করছিল তাঁকে। 

78

পাশে ছিলেন শাহরুখ খান। তাঁকে বোঝানো থেকে শুরু করে সাহস দেওয়া। সবই করেছেন কিং খান, এক সময় তিনিও আক্রান্ত ছিলেন মানসিক অবসাদে। 

88

একই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোনও। তাই হানি সিং-এর কঠিন লড়াইয়ে তিনিও পাশে এসে দাঁড়ান।

click me!

Recommended Stories