মদ্যপ, বোহেমিয়ান জীবন, ভ্রান্তির জীবন
১৯৭৮ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদের পরে, ৪৩ বছর বয়সী প্রিন্সেস মার্গারেট-এর সম্পর্ক তৈরি হয়েছিল ২৫ বছরের রডি লেভলিন-এর সঙ্গে। একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তাঁরা থাকতেন, সেটি তাঁর বোহেমিয়ান বন্ধুদের, এবং স্নোডনের সূত্রে আলাপ হওয়া বিভিন্ন শিল্পীদের আড্ডার ঠেক হয়ে উঠেছিল। সেখানে রাজকন্যা দিন কাটাতেন অবিরাম আনন্দে। তাদের ছদ্ম প্রশংসা ও প্রচুর মদ্যপানের ফলে রানীর বোন নিজেকেও প্রতিভাবান শিল্পী ভাবতেন। একবার এক পার্টিতে প্রচুর মদ্যপান করে প্রিন্সেস গান গাইতে গিয়েছিলেন। এমনিতে তিনি জঘন্য গাইলেও সকলে ভালো বলতো, কিন্তু, সেইদিন এমনই বেসুরো গেয়েছিলেন যে সবাই বিস্ময়ে বিহ্বল হয়ে পড়েছিলেন। তাতে মার্গারেটের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল।