এই ঘটনায় হতবাক হন হাসপাতালের স্টাফসহ স্থানীয়রা। এর পর ছবিটা যারাই দেখেছেন তারা বিস্ময়বোধ করেছেন। তারা বলছেন, বিড়ালটির এমন কাজই প্রমাণ করে মায়ের থেকে এই দুনিয়ায় স্নেহপ্রবণ আর কেউ হতে পারে না। যখন সে সন্তানের বিপদ দেখে, তখন দুনিয়ার সব কিছু ভুলে সে সন্তানের জীবন রক্ষায় সর্বশক্তি দিয়ে বাঁচানোর চেষ্টা করে যায়।