ঝড় ইউনিকের দাপটে উড়ে গেল মানুষ-বাধা পেল বিমান, প্রবল জলোচ্ছ্বাস ব্রিটেনে

প্রাকৃতিক তাণ্ডবে লন্ডভণ্ড ব্রিটেনসহ (Britain) ইউরোপের (Europe) বিস্তীর্ণ এলাকা। আটলান্টিক ঝড় ইউনিকের (storm eunice)দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লক্ষ মানুষ।এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গোচটা ইউরোপে। যার মধ্যে তিন জন ব্রিটেনের বাসিন্দা। ঝড় ইউনিকের  দাপটের সঙ্গে উড়িয়ে নিয়ে গেছে একাধিক গাছ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে ঝড়ের দাপটে বিমানই উড়তে পারছে না। রাস্থায় থাকা পথচারীদেরও উড়িয়ে নিয়ে গেছে ঝড়। বিপর্যস্ত লন্ডনের ট্রেন পরিষেবা। লন্ডনের ০২ এরিনা ছাদও উড়ে গেছে। 
 

Web Desk - ANB | Published : Feb 19, 2022 6:43 AM IST / Updated: Feb 19 2022, 12:46 PM IST
110
ঝড় ইউনিকের দাপটে উড়ে গেল মানুষ-বাধা পেল বিমান, প্রবল জলোচ্ছ্বাস ব্রিটেনে

এটি আটলান্টিক ঝড়ে। শক্তিশালী ঝড়়গুলির ক্রমতালিকায় এটি দ্বিতীয় পর্যায় পড়ে। পশ্চিম ইংল্যান্ডে এটি আছড়ে পড়েছে শুক্রবার। কর্নওয়ালে এটি ল্যান্ডফল করেছে। প্রবল ঝড়ের দাপটে পথচারী মানুষদের উড়িয়ে নিয়ে যাওয়ার ছবি রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেক পথচারী আবার রাস্তার কোনও স্তম্ভ আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিলেন। 

210


এটি কর্নওয়াল উপকূলে আছড়ে পড়ে। সেই সময় প্রবল জলোচ্ছ্বাস রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছেন ঝড় যখব আছড়ে পড়েছিল তখন ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ১২ মিটার। সঙ্গে বইতে থাকে প্রবল ঝোড়া বাতাস। 
 

310


02 এরিনার সাদা গম্বুজওয়ালা একটি ছাদ উড়িয়ে নিয়ে গেছে প্রবল ঝোড়ো বাতাস। ১৮ ফেব্রুয়ারি থেকেই লন্ডনসহ বিস্তীর্ণ এলাকা লাল সতর্কতা জারি করা হয়েছিল। প্রবল শক্তি নিয়েই আছড়ে পড়েছে ঝড় ইউনিক। 

410


ব্রিটেনের আবহাওয়া পরিষেবা জানিয়েছে ইউনিকের তাণ্ডেব হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৬ কিলোমিটার। ইংল্যান্ড এতদিন পর্যন্ত যে ঝড়গুলি দেখেছে এটি তারমধ্যে সবথেকে শক্তিশালী বলেও দাবি করা হয়েছে। 

510



ঝড় ইউনিকের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে বেলজিয়াম, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসসহ উত্তর ইউরোপের একাধিক দেশ। বেলজিয়ামেও একটি হাসপাতালের ছাদ উড়ে গেছে প্রবল হাওয়ার দাপটে। 

610


ব্রিটেনে এই ঝড়ে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। গাছ চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যজন মারা গেছে ধ্বংসস্তূপের আঘাতে। গাড়ির ওপর গাছ ভেঙে পড়ায় আরও এক মহিলা মারা গেছেন।  নেদারল্যান্ড ও আমস্টারড্যাম থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল বাতাসে এক ব্যক্তি নৌকা থেকে ছিটকে পড়ায় মৃত্যু হয়েছে। 

710

 
ইংল্যান্ডের প্রায় ১লক্ষ ৪০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আয়ারল্যান্ডে ৮০ হাজার বাড়ি ভেঙে গেছে। বিস্তীর্ণ এলাকায় ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ।

810

পশ্চিম উপকূলে লাল সতর্কতা 
ঝড় আছড়ে পড়ার আগে ব্রিটেনের পশ্চিম উপকূলে জলোচ্ছ্বাস হয়ে। বাড়তে থাকে ঢেউয়ের দাপট। আগে থেকেই আবহাওয়া দফতর লাল সতর্কতা জারি করে। বলা হয়েছিল আবহাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে তা জীবনের জন্য বিপদ। 

910


ইউনিক ঝড়ের দাপটে থেকে গেছে বিমান পরিষেবা। বন্ধ রাখা হয়েছে ট্রেন ও ফেরি সার্ভিসও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওটে দেখা যাচ্ছে একটি বিমান ল্যান্ড করতে সমস্যায় পড়েছে। যা নিয়ে বিমান বন্দরে আসা মানুষদের উদ্বেগ বাড়িয়ে গিয়েছে। প্রবল হাওয়া বিমান গতিপথ ঘুরিয়ে দিচ্ছে এমনও ছবি সামনে এসেছে। 

1010


ইম্পেরিয়াল কলেজের জলবায়ুর বিশেষজ্ঞ ফেডারিক অটো চরম আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ি করেছেন। ইউরোপে আবারও এজাতীয় ঝড় আছড়ে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেছেন। তিনি বলেছেন, এজাতীয় ঝড় জলবায়ু পরিবর্তনের কারণেই হয়ে থাকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos