গৃহ ঋণে বড় ছাড়, নতুন বাজেটে সুখবর শোনালেন কেন্দ্রিয় অর্থমন্ত্রী, সুযোগ সীমিত সময়ের জন্য

Published : Feb 01, 2021, 03:08 PM ISTUpdated : Feb 01, 2021, 03:39 PM IST

নতুন বাড়ি কেনার প্ল্যানিং করছেন! সোমবার বাজেট পেশ হওয়া মাত্রই বেজায় আনন্দ মধ্যবৃত্তের। এবার নতুন বাড়ি কিনলে থাকবে কর ছাড়ের সুযোগ। নয়া বাজেটে কী প্রস্তাবনা আনলেন অর্থমন্ত্রী! 

PREV
16
গৃহ ঋণে বড় ছাড়, নতুন বাজেটে সুখবর শোনালেন কেন্দ্রিয় অর্থমন্ত্রী, সুযোগ সীমিত সময়ের জন্য

নতুন বাড়ি কেনার পরিকল্পনা থাকলে তা এক বছরের মধ্যেই কিনে ফেলুন। এতে মিলবে নয়া সুবিধা। 

26

এবার নতু ফ্ল্যাট কিনলে লোনের ওপর পাওয়া যাবে ১.৫ লক্ষ টাকা কর ছাড়। যার ফলে এক ধাক্কায় অনেকটা টাকা কমে যাবে বাজেট খাতে। 

36

সোমবার এমনটাই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে এই ছাড় মিলবে সীমিত সময়ের জন্যই। 

46

বাড়ি কিনতে হবে আগামী এক বছর এক মাসের মধ্যে। অর্থাৎ এই সুবিধে পাওয়া যাবে কেবল মাত্র ৩১ মার্চ ২০২২ পর্যন্ত। 

56

নতুন বাড়ির আবেদন মাত্রই মিলবে এই সুবিধে। তাই বাজেটে নয়া প্রস্তাবে খুশির আমেজ মধ্যবিত্ত পরিবারে। 

66

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

click me!

Recommended Stories