ভারতে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এখন সাধারণের কাছে ভরসাযোগ্য হয়ে উঠেছে 'স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'। বিশেষত এখন আর ব্যাঙ্কে না গিয়েই অনলাইনেই সমস্ত কাজ সেরে নিচ্ছেন গ্রাহকেরা। বিশেষ করে টাকা লেনদেনের জন্য এটিএম পরিষেবা অন্যতম। নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা ফেলতে গেলে এখন আর ব্যাঙ্কে যাওয়ার কোনও প্রয়োজন নেই এটিএমে গেলেই সেই কাজ কয়েক মিনিটে করা সম্ভব হচ্ছে। এবার এটিএম কার্ড নিয়ে কড়াকড়ি ব্যবস্থা নিল এসবিআই। না জানলেই দিতে হবে জরিমানা।