নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি, ডিভিসি-এর ছাড়া জলে এবার ভেসে গেল বর্ধমানের আউশগ্রাম

কয়েকদিনের ভারী বৃষ্টির পর এবার জল ছাড়ল ডিভিসি। প্লাবিত পূর্ব বর্ধমানের আউশগ্রামের দুটি ব্লকের একাধিক গ্রাম। নিচু এলাকায় জল ঢুকে গিয়েছে বাড়িতেও। চাষাবাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা।
 

Asianet News Bangla | Published : Sep 19, 2020 7:40 PM / Updated: Sep 19 2020, 07:41 PM IST
15
নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি, ডিভিসি-এর ছাড়া জলে এবার ভেসে গেল বর্ধমানের আউশগ্রাম

প্রকৃতির খামখেয়ালিপনায় তালগোল পাকিয়ে গিয়েছে ঋতুচক্র। খাতায়-কলমে বিদায় নিয়েছে বর্ষায়। কিন্তু নিম্নচাপের জেরে গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত চলেছে বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। ভরে উঠেছে নদী-নালা।
 

25

এরইমধ্যে আবার বাঁধ থেকে জল ছাড়ল ডিভিসি কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলের পর থেকে বানের জলে কার্যত ভেসে গিয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম। জলমগ্ন হয়ে পড়েছে বাবুরবাগ, বসন্তপুর, বাগড়, ওয়ারিশপুরের মতো একাধিক গ্রাম।
 

35

আচমকা প্লাবনে বিপর্যস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থাও। আউশগ্রাম থেকে ভেদিয়া হয়ে বোলপুর যাওয়ার রাস্তায় জলের প্রবল স্রোতে বিপদ হতে পারে যেকোনও সময়ে। আউশগ্রামের মোড়বাঁধ এলাকার রাস্তায় এখন কোমর সমান জল। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
 

45

স্থানীয় অমরপুর, বেরেণ্ডা-সহ বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকায় জলে তলায় চলে গিয়েছে কয়েকশো বিঘা চাষের জমি। জল ঢুকেছে  বাড়িতেও। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
 

55

আউশগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও চিত্তজিৎ বসু জানিয়েছেন, কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভিডিসির জল ছাড়ার কারণে ফুলে ফেঁপে ওঠেছে কুনুর নদী। পরিস্থিতি মোকাবিলার সবরকম ব্য়বস্থা নিয়েছে প্রশাসন।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos