দুই সন্তানের মা হলেও, নিজেকে দারুণভাবে মেইনটেইন করেছেন এই ভ্যাকসিন সম্রাজ্ঞী। বলাই বাহুল্য সেরাম ইনস্টিটিউটের অন্যতম এই পদাধিকারী স্বপ্নের জীবনযাপন করে থাকেন। আক্ষরিক অর্থে ফ্যাশনিস্তা, নাতাশার সংগ্রহে আছে বিশ্বের তাবড় ডিজাইনারদের তৈরি পোশাক, নামী-দামী ব্র্যান্ডের হ্যান্ডব্যাগ, জুতো। তার পাশাপাশি রয়েছে, বিশ্বের তাবড় ধনী ও সেলেবদের সঙ্গে অসংযত পার্টি, সারা বিশ্ব জুড়ে ভ্রমণের মতো আরও অনেক কিছু। মেট গালা, কান ফিল্ম ফেস্টিভাল, প্রখ্যাত ডিজাইনারদের ফ্যাশন শো-এর মতো হাই-প্রোফাইল গ্লোবাল ইভেন্টগুলিতে দেখা যায় তাঁকে।