আর মাত্র কয়েকদিন পরই দীপাবলি। ধনতেরাসের আগেই ফের একলাফে দাম বাড়ল সোনার। সোনাপ্রেমীরা সারা বছরঅপেক্ষা করে থাকেন ধনতেরাসের জন্য । সোনা কেনার সুবর্ণ সময় এই সময়টাই। ইতিমধ্যেই দীপাবলি ও ধনতেরাস উপলক্ষে বাম্পার অফার নিয়ে হাজির বিভিন্ন জুয়েলারি শপ। সকলেরই ভিড় জমছে সোনার দোকানে। এর মধ্যেই সোনার দামে নয়া চমক। ধনতেরাসের আগে কোথায় পৌঁছাল সোনার দাম, জেনে নিন আজকের দর।