হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই আলোর রোশনাইতে সেজে উঠবে চারিদিক। কারণ দিওয়ালি চলে এসেছে দোড়গোড়ায়। আর দিওয়ালির ধনতেরাসের দিন সোনা কেনার হিড়িক লেগেই থাকে অবাঙালি থেকে বাঙালিদের। ধনতেরাসে সোনা কেনা শুভ বলেই মানা হয়, চলতি বছরের ২ নভেম্বর ধনতেরাস। এবার ধনতেরাসের আগেই ফের একলাফে দাম কমল সোনার। রেকর্ডের চেয়ে প্রায় ৮৫০০ টাকা সস্তা হল সোনা। দিওয়ালির আগেই ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।