একটানা উর্ধ্বমুখী থাকার পর ফের একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কেনা নিয়ে নাজেহাল। যত সময় বাড়ছিল ততই যেন সোনার দর বাড়ছে। পুজো প্রায় চলেই এসেছে। করোনা আবহে এবছর পুজোর রং ফিকে হলেও প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই। অনলাইনে কেনাকাটা চলছে জোরকদমে। পুজোর আগেই লক্ষ্মীবারে একধাক্কায় কমল সোনার দাম। ভারতীয় বাজারে পর পর চারদিন দাম কমল সোনার। কলকাতায় কত হয়েছে সোনার দাম, জেনে নিন আজকের দর।