লক্ষ্মীবারে একধাক্কায় সস্তা হল সোনা, ১০ গ্রামে দাম কমল ২৫০০ টাকা

একটানা উর্ধ্বমুখী থাকার পর ফের একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কেনা নিয়ে নাজেহাল।  যত সময় বাড়ছিল ততই যেন সোনার দর বাড়ছে। পুজো প্রায় চলেই এসেছে। করোনা আবহে এবছর পুজোর রং ফিকে হলেও প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই। অনলাইনে কেনাকাটা চলছে জোরকদমে। পুজোর আগেই লক্ষ্মীবারে একধাক্কায় কমল সোনার দাম।  ভারতীয় বাজারে পর পর চারদিন দাম কমল সোনার। কলকাতায় কত হয়েছে সোনার দাম, জেনে নিন আজকের দর।
 

Riya Das | Published : Sep 24, 2020 10:38 AM IST
19
লক্ষ্মীবারে একধাক্কায় সস্তা হল সোনা, ১০ গ্রামে দাম কমল ২৫০০ টাকা

পুজোর আগেই একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। অগ্নিমূল্য বাজারে সোনার দামে বড় চমক। 
 

29

পরপর চারদিন সোনার দাম কমেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে।  

39

এমসিএক্স সূচক গোল্ড ফিচারে সোনার দাম ০.৪৫ শতাংশ পড়েছে।

49

২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম  ৪৮,৯৪০ টাকা।

59

 ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,৬৪০ টাকা।

69

এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,৬৪০ টাকা।

79


গত চারদিনে ভারতীয় বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে ২৫০০ টাকা কমেছে।

89


গত চারদিনে ভারতীয় বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে ২৫০০ টাকা কমেছে।

99

৬০ হাজারের গন্ডি থেকে প্রায় ৫০ হাজারের নিচে চলে এসেছিল সোনার দাম। ফের দাম কমল সোনার।

Share this Photo Gallery
click me!

Latest Videos