কোজাগরী লক্ষ্মীপুজোর আগেই কলকাতায় দারুণ সস্তা হল সোনা, জেনে নিন কোথায় ঠেকল রূপোর দর

Published : Oct 18, 2021, 12:00 PM IST

উৎসবের মরশুমে সোনার দাম আগের তুলনায় অনেকটাই নিচের দিকে। প্রতি গ্রামে কমেছে সোনার দাম। যদিও সোনার দাম বাড়া-কমা যেন লেগেই থাকে। তবে বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমছে। একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও বেশ কিছুদিন ধরেই দাম কমেছিল সোনার। ফের ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম একধাক্কায় অনেকটাই কমেছে। লক্ষ্মীপুজোর আগেই ফের অনেকটাই দাম কমল সোনার। পাল্লা দিয়ে কমছে রূপোর দরও। ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।  

PREV
111
কোজাগরী লক্ষ্মীপুজোর আগেই কলকাতায় দারুণ সস্তা হল সোনা, জেনে নিন কোথায় ঠেকল রূপোর দর

মহাসঙ্কট পরিস্থিতিতে  উৎসবের মরশুমে সোনার দাম ওঠা-নামা যেন লেগেই রয়েছে। গত প্রায় ১০ দিন ধরেই সোনার দাম অনেকটাই নিম্মমুখী (Gold Price) ।

211

একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও  ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম অনেকটাই কমেছে।গত পাঁচ মাসে সর্বনিম্ন স্তরে নেমেছে সোনা।   

311


সোনার পাশাপাশি রূপোর দামেও বেশ হেরফের হয়েছে। আন্তর্জাতিক বাজারে দর কমায় দেশীয় বাজারেও দর কমেছে সোনা ও রূপোর।

411


লক্ষ্মীপুজোর আগেই ফের অনেকটাই দাম কমল সোনার। পাল্লা দিয়ে কমছে রূপোর দরও এককথায় বলতে গেলে রেকর্ড দরের চেয়ে অনেকটাই সস্তা হয়েছে সোনার দাম।

511


সর্বোচ্চ দামের চেয়ে প্রায় অনেকটাই দাম কমল সোনার। বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমছে। তবে বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়ছে। 

611


আপাতত ১০ গ্রাম সোনার দাম রেকর্ড দরের চেয়ে প্রায়  ১০ হাজার টাকার মতো কম আছে। সোনার দাম একধাক্কায় এতটা কমায় সোনা কেনারও চাহিদা  অনেকটাই বেড়েছে।

711


লক্ষ্মীপুজোর আগেই ফের সোনার দাম কমায় উৎসবে মরশুমে দোকানেও ভিড় জমছে মধ্যবিত্তের। অনেকেই নিজের ঘরের মা লক্ষ্মীর জন্যও সোনার জিনিস কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন।

811

বিশেষজ্ঞরা বলছেন, এটা সোনা কেনার আসল সময়। এবং দূর্গাপুজোর আগে সোনার দাম কমায় উৎসবে মরশুমে বেশ খানিকটা হলেও আশার আলো দেখেছেন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

911

২২ ক্যারেট সোনার ১০ গ্রামের (Gold Price) আজকের দাম  ৪৬, ৭৩০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯,৪৩০ টাকা।

1011


 সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ অনেকটাই দাম বেড়েছে রূপোরও। তবে ৭০ হাজারের চেয়ে অনেকটাই নিচে নেমেছে রূপোর দর।

1111

সোনার থেকেও  অনেকটা বেশি আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর  আজকের দাম ৬৩,৬০০  টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও (Silver Jewllery) জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে।

click me!

Recommended Stories