Big Bumper, এবার মাত্র ১২৯ টাকায় 'সিনেমা প্লাস' প্যাক নিয়ে এল BSNL

গ্রাহকদের জন্য বাম্পার ধামাকা নিয়ে হাজির রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল । টেলিকম সংস্থাগুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সেই সুযোগকেই কাজে লাগিয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একাধিক সুবিধা। বিএসএনএল লঞ্চ করল সিনেমা প্লাস নামে নতুন পরিষেবা। যেখানে গ্রাহকেরা পেয়ে যাবে ওটিটি সাবস্ক্রিপশনও। প্রতি মাসে মাত্র ১২৯ টাকায় গ্রাহকেরা পেয়ে যাবেন এই বিশেষ সুবিধা।

Riya Das | Published : Feb 3, 2021 5:16 PM
16
Big Bumper, এবার মাত্র ১২৯ টাকায়  'সিনেমা প্লাস' প্যাক নিয়ে এল BSNL

 গ্রাহকদের জন্য বাম্পার ধামাকা নিয়ে হাজির রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল । ইতিমধ্যেই 4G পরিষেবাও চালু করে দিয়েছে  বিএসএনএল কলকাতা।

26

 রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল গ্রাহকদের জন্য এবার লোভনীয় স্কিম নিয়ে হাজির হয়েছে।

36

 রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল গ্রাহকদের জন্য এবার লোভনীয় স্কিম নিয়ে হাজির হয়েছে।

46

প্রতি মাসে মাত্র ১২৯ টাকায় গ্রাহকেরা পেয়ে যাবেন এই বিশেষ সুবিধা।

56

বিএসএনএল ব্রডব্যান্ড গ্রাহকরা সিনেমা প্লাস প্যাক হিসেবে এই অ্যাড অন প্যাকেজটি নিতে পারেন।

66

'YUPPTV' পরিষেবারই নতুন নাম হয়েছে সিনেমা প্লাস। বিএসএনএল ব্রডব্যান্ড গ্রাহকরা ন্যূনতম খরচায় এই প্যাকটির সুবিধা নিতে পারেন।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos