লম্বা লাইনে আর নয়, এবার মাত্র ৫ মিনিটে ব্যাগ ভর্তি রেশন পাবেন ATM থেকে, জানুন কীভাবে

রেশন কার্ড এর গুরুত্ব সবথেকে বেশি টের পাওয়া যাচ্ছে এই লকডাউনে। এবার রেশন কার্ড নিয়ে  বড় ঘোষণা । রেশন তুলতে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর দিন শেষ। মাত্র ৫ মিনিটেই ব্যাগ ভর্তি রেশন পাবেন গ্রাহকেরা। তাও আবার এটিএম থেকে। শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। লাইনের দাঁড়ানোর ঝক্কি কমিয়ে কীভাবে ৫ মিনিটে ব্যাগ ভর্তি রেশন পাবেন, জেনে নিন বিশদে।

Riya Das | Published : Jul 17, 2021 8:20 AM IST
17
লম্বা লাইনে আর নয়, এবার মাত্র ৫ মিনিটে ব্যাগ ভর্তি  রেশন পাবেন ATM থেকে, জানুন কীভাবে

 এবার মাত্র ৫ মিনিটেই ব্যাগ ভর্তি রেশন পাবেন গ্রাহকেরা। তাও আবার এটিএম থেকে। শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। 

27

 এবার মাত্র ৫ মিনিটেই ব্যাগ ভর্তি রেশন পাবেন গ্রাহকেরা। তাও আবার এটিএম থেকে। শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। 

37


ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রেশন তোলার কথা চিন্তা করলেই অনেকেই রেশন তুলতে যেতে চাইতেন না। এবার আর কোনও চিন্তা নেই।

47

 ৫ মিনিটে এবার ব্যাগ ভর্তি রেশন বেরোবে এটিএম থেকে। দেশের প্রথম এটিএম মেশিন যেখানে টাকার বদলে রেশন পাওয়া যায়।
 

57

বর্তমানে এই এটিএম মেশিন শুধু হরিয়ানা ও গুরগাঁওতে বসানো হয়েছে। এই মেশিনের সাহায্যেই মাত্র ৫ মিনিটের মধ্যে প্রায় ৭০ কেজি রেশন পাওয়া যাবে। আঙুলের ছাপ দিয়েই সাধারণ মানুষ এটিএম থেকে রেশন তুলতে পারবেন।

67

এটিএম মেশিনের টাচস্ক্রিনের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে আধার কিংবা রেশন কার্ডের নম্বর দিলেই চাল ও গম বেরিয়ে আসবে।

77

অটোমেটিক বায়োমেট্রিকের মাধ্যমেই এই মেশিন থেকে খুব কম সময়ের মধ্যে রেশন পেয়ে যাবেন গ্রাহকেরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos