মহালুট অফার, মাত্র ৫০০ টাকা থেকে শুরু, ধনতেরাসে বিপুল ছাড় মিলছে সোনায়

ফের দাম কমল সোনার। গতকালের তুলনায় আজ একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কেনা নিয়ে নাজেহাল।  যত সময় বাড়ছিল ততই যেন  দর বাড়ছিল সোনার। সপ্তাহের মাঝেই ফের  চমক সোনার বাজারে। ভারতীয় বাজারে আজ ফের নিম্নমুখী সোনার দাম। গতকালের তুলনায় কতটা কমল সোনার দাম। জেনে নিন আজকের বাজার দর।

Riya Das | Published : Nov 5, 2020 12:46 PM
111
মহালুট অফার, মাত্র ৫০০ টাকা থেকে শুরু, ধনতেরাসে বিপুল ছাড় মিলছে সোনায়

বাঙালি নয়, বিশেষ করে অবাঙালিদের ঘরে ধনতেরাস অত্যন্ত পবিত্র উৎসব হিসেবে পালিত হয়, তবে উৎসবে মরশুমে এখন বাঙালিরাও সেই উৎসবে সামিল হচ্ছেন।

211

 সোনা কেনা  থেকে উপহার দেওয়ার চল শুরু হয়েছে দীর্ঘদিন ধরেই। এই উৎসবকে মাথায় রেখে এবার এগিয়ে এসেছে অনলাইন শপিং সংস্থা অ্যামাজন।

311

গ্রাহকদের জন্য অ্যামাজন নিয়ে এসেছে গোল্ড ভাউচার। প্রিয়জনকে দিওয়ালিতে উপহার হিসেবে সহজেই দিতে পারেন এই ভাউচার। 
 

411


শুধু দিওয়ালি নয় রয়েছে ভাইফোঁটাও। সেখানেও এই ভাউচার উপহার দিতে পারেন প্রিয়জনদের। 

511


জলের দামে সোনা। মাত্র ৫০০ টাকা থেকে শুরু হচ্ছে এই গোল্ড ভাউচার। 

611

শুধু সোনা নয়, রয়েছে ডায়মন্ড ভাউচারও। অর্থাৎ সোনা বা হিরের কোনও গয়না কিনলে এই ভাউচার কাজে লাগাতে পারবেন।  

711

৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা দামের ভাউচার রয়েছে। ব্যাঙ্কের মাধ্যমে কেনাকাটা করলেও থাকছে আকর্ষণীয় ছাড়ের সুর্বণ সুযোগ।

811

 বিখ্যাত কিছু স্বর্ণবিক্রেতাদের সঙ্গে গাটছড়া বেঁধেছে অ্যামাজন। তাদের মধ্যে রয়েছে জয়লুকাস, তানিষ্ক, কল্যাণ জুয়েলার্স, পি সি চন্দ্র জুয়েলার্স, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড। এরাই অ্যামাজনের মাধ্যমে নিজেদের ভাউচার অফার করছে।

911

এমনকী সোনার কয়েন বা সোনার বার কিনতেও ব্যবহার করা যাবে এই গোল্ড বা ডায়মন্ড ভাউচার।

1011

অ্যামাজনের এই বিশেষ গোল্ড ভাউচার অন্যান্য গিফট কার্ডের মতোই ইমেলের মাধ্যমেও প্রিয়জনকে পাঠাতে পারবেন।

1111

 ভাউচার কেনার ৬ থেকে ১২ মাসের মধ্যে এটি ব্যবহার করে ফেলার আবেদন করা হচ্ছে অ্যামাজনের পক্ষ থেকে। এই ভাউচারগুলি একবারই ব্যবহার করা যাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos