সপ্তাহের শুরুতেই ফের কমল সোনার দাম (Gold Price)। গত পাঁচ মাসে সর্বনিম্ন স্তরে নামল সোনা। ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম একধাক্কায় কমেছে সোনার দাম।
210
একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম অনেকটাই কমেছে। সপ্তাহের শুরুতে সোমবার সোনার দাম ফের কমল।
310
সর্বোচ্চ দামের চেয়ে প্রায় ১০ হাজার দাম কমল সোনার। বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমছে। তবে বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়ছে।
410
সোনার দাম যেভাবে লাফিয়ে বাড়ছিল তাতে একলাফেই ৫০ হাজারের গন্ডি পার করেছিল। তাতে মধ্যবিত্ত থেকে ব্যবসায়ী সকলেই মুখ থুবড়ে পড়েছিল। গত পাঁচ মাসে সর্বনিম্ন স্তরে নামল সোনা।
510
আপাতত ১০ গ্রাম সোনার দাম রেকর্ড দরের চেয়ে প্রায় ১০ হাজার টাকার মতো কম আছে। সোনার দাম একধাক্কায় এতটা কমায় সোনা কেনারও চাহিদা অনেকটাই বেড়েছে।
610
দূর্গাপুজোর আগে সোনার দাম কমায় উৎসবে মরশুমে দোকানেও ভিড় জমছে মধ্যবিত্তের। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা হয়েছিল মধ্যবিত্তের।
710
বিশেষজ্ঞরা বলছেন, এটা সোনা কেনার আসল সময়। এবং দূর্গাপুজোর আগে সোনার দাম কমায় উৎসবে মরশুমে বেশ খানিকটা হলেও আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
810
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৫, ৭৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৪৫০ টাকা।