১০ দিনে প্রথমবার লক্ষ্মীবারে দাম কমল সোনার, সস্তা হয়েছে রূপোও

সোনার দাম চড়চড়িয়ে বেড়েই চলেছে। গত সপ্তাহে রেকর্ড হারে দাম বাড়ার পরও এই সপ্তাহেও লাগাতার সোনার দাম উর্ধ্বমুখী ছিল। করোনা সংক্রমণ ও লকডাউনের মধ্যে টানা ১০ দিনে  এই প্রথমবার সোনার দাম কমল। লক্ষ্মীবারের সোনার বাজারে দাম কমায় সকলেই খুশি। তবে শুধু সোনাই নয়, সস্তা হয়েছে রূপোর দামও। এহেন অর্থনৈতিক মন্দার অগ্নিমূল্য পরিস্থিতিতে সোনা ও রূপোর দাম নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। সোনা কেনার পরিকল্পনা থাকলে আজ কালের মধ্যেই কিনে নিতে পারেন। জেনে নিন আজকের কলকাতার দর।

Riya Das | Published : Jul 30, 2020 1:43 PM IST
19
১০ দিনে প্রথমবার লক্ষ্মীবারে দাম কমল সোনার, সস্তা হয়েছে রূপোও


একটানা ১০ দিন পর ফের আজ নয়া রেকর্ড গড়ল সোনা ও রূপোর দাম।  এমসিএক্স ফিচার্সে  সোনার দাম ০.২ শতাংশ পড়েছে।

29

গত ৯ দিনে সোনার দাম প্রায় ১১ শতাংশ বেড়েছিল। গতকালের পর তা একটু কমেছে।

39

মহাসঙ্কট পরিস্থিতিতে যেভাবে অর্থনৈতিক বাজারে মন্দা দেখা দিয়েছে তার জেরে সোনার দাম আরও বাড়বে বলেই আশা করাই হচ্ছে। 

49

দিনের শুরুতেই ২২ ক্যারেট ১০ গ্রাম  সোনার আজকের দাম  দাঁড়িয়েছে ৫৩,০৬৫ টাকা। 

59

কলকাতায় ২২ ক্যারেট  সোনার ১০ গ্রামের আজকের দাম  ৫১,৭৩০ টাকা। এবং ২৪ ক্যারেট সোনার দাম ৫৩, ১৩০ টাকা।

69


অন্যদিকে চেন্নাইতে ২৪ ক্যারেট সোনার দাম- ৫৫,৩২০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম- ৫২,৭১০ টাকা। মুম্বইতে ২৪ ক্যারেট সোনার দাম- ৫২,৪১০ টাকা।

79


তবে শুধু সোনার বাজারেই নয়, একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল রূপোর দামও। যা শুনেই মাথায় হাত পড়েছিল ব্যবসায়ীদের। তবে রূপোর দামও ১ কেজিতে ২ শতাংশ কমেছে।

89


 এমসিএক্স সূচকে ১ কেজি রূপোর দাম  দাঁড়িয়েছে ৬৩,৯০৯ টাকা।

99

ভারত ও চিনের সংঘর্ষ নিয়ে উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের জেরে সোনার দামেও রদবদল দেখা দিয়েছে।করোনা সংক্রমণ যেভাবে দ্রুত হারে বাড়ছে ঠিক তেমনই পাল্লা দিয়ে বেড়েই চলেছে সোনা-রূপোর দাম।

Share this Photo Gallery
click me!

Latest Videos