লক্ষ্মীবারে ৫৫ হাজার ছাড়িয়ে গেল সোনার দাম, রেকর্ড হারে পাল্লা দিয়ে বাড়ছে রূপোও

সোনার দাম আকাশছোঁয়া। লক্ষ্মীবারে একলাফে ৫৫ হাজারে ছাপিয়ে গেছে সোনার দাম। গত সপ্তাহে রেকর্ড হারে দাম বাড়ার পরও এই সপ্তাহেও সোনার দাম ফের উর্ধ্বমুখী। করোনা সংক্রমণ ও লকডাউনের মধ্যে দাম বাড়াতেই মাথা হাত পড়েছে সাধারণ গয়না বিক্রেতাদের।  মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে ৬০ হাজারের গন্ডি ছুঁতে চলেছে সোনা । তবে শুধু সোনাই নয়, পাল্লা দিয়ে ছুটো চলেছে রূপোও। সোনার কেনার পরিকল্পনা থাকলেও দাম শুনলে চমকে যাবেন, জেনে নিন আজকের কলকাতার দর।

Riya Das | Published : Aug 6, 2020 11:51 AM IST
19
লক্ষ্মীবারে ৫৫ হাজার ছাড়িয়ে গেল সোনার দাম, রেকর্ড হারে পাল্লা দিয়ে বাড়ছে রূপোও

গত সপ্তাহের পর ফের আজ নয়া রেকর্ড গড়ল সোনা ও রূপোর দাম। মহাসঙ্কট পরিস্থিতিতে যেভাবে অর্থনৈতিক বাজারে মন্দা দেখা দিয়েছে তার জেরে সোনার দাম আরও বাড়বে বলেই আশা করাই হচ্ছে। 

29

লক্ষ্মীবারেই একলাফে অনেকটাই দাম বেড়েছে সোনার। আর কয়েকদিনের মধ্যেই যে ৬০ হাজারের গন্ডি পার হতে চলেছে , তা খুব বেশি দেরি নয়।

39

২২ ক্যারেট ১০ গ্রাম  সোনার আজকের দাম  দাঁড়িয়েছে ৫৫,৯০০ টাকা। যা গতকাল ছিল ৫৩,৯০০ টাকা।

49


মাত্র একদিনের ব্যবধানেই ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম ২০০০ টাকা বেড়ে গিয়েছে। 

59


তবে শুধু সোনার বাজারেই নয়, একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে রূপোর দামও। যা শুনেই মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।

69

রূপোর দামেও সোনার মতোই আগুন লেগেছে। এমসিএক্স সূচকে ১ কেজি রূপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৩,৫০০ টাকা। গতকাল ছিল ৭১,৫০০ টাকা।

79

সোনার সঙ্গেই যেন  ছুটে চলেছে রূপোও। গতকালের তুলনায় আজকে ২০০০ টাকা কেজি প্রতি বেড়ে গিয়েছে।

89


করোনা সংক্রমণ যেভাবে দ্রুত হারে বাড়ছে ঠিক তেমনই পাল্লা দিয়ে বেড়েই চলেছে সোনা-রূপোর দাম।

99

ভারত ও চিনের সংঘর্ষ নিয়ে উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের জেরে সোনার দামেও রদবদল দেখা দিয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos