লক্ষ্মীবারে হু হু করে রেকর্ড হারে কমছে সোনার দাম, লকডাউনে কোথায় ঠেকল বাজার দর

একটানা এক সপ্তাহ উর্ধ্বমুখী থাকার পর লক্ষ্মীবারে ফের একধাক্কায় কমেছে সোনার দাম। এতদিনে  সোনার দাম উর্ধ্বমুখী থাকায় আজ ফের সস্তা হল সোনা। গত ৭ দিনের অগ্নিমূল্য বাজারে লকডাউনের দিনই  ফের নিচের দিকে নামতে শুরু করেছে সোনার মূল্য। গত এক সপ্তাহের তুলনায় আজও অনেকটাই পতন হয়েছে সোনার দামে, পাশাপাশি রূপোর দরও খানিকটা কমের দিকেই রয়েছে। লক্ষ্মীবারে কোথায় ঠেকল দাম-দর, দেখে নিন বাজারের হাল হকিকত।

Riya Das | Published : Aug 20, 2020 10:25 AM IST
110
লক্ষ্মীবারে হু হু করে রেকর্ড হারে কমছে সোনার দাম, লকডাউনে কোথায় ঠেকল বাজার দর


অগ্নিমূল্য  বাজারে সোনার দাম একদিকে কমছে তো অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে। লকডাউনে সোনার দাম বাড়া-কমাও তো লেগেই রয়েছে। 

210


লক্ষ্মীবারে নয়া চমক দিল সোনার বাজার। একটানা ৭ দিন দাম উর্ধ্বমুখী থাকলেও আজ ফের দাম কমল সোনার।

310


এমসিএক্স ফিচারে সোনার দাম সকাল সকালই নিচের দিকে নামতে শুরু করে। লকডাউনের মধ্যে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে সোনার দামে চমক। 
 

410


এমসিএক্স ফিচারে সোনার দাম সকাল সকালই নিচের দিকে নামতে শুরু করে। লকডাউনের মধ্যে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে সোনার দামে চমক। 

510


সোনার পাশাপাশি রূপোার দামেও পতন হয়েছে। এমসিএক্স ফিচারে ১ কেজি রূপোার দাম দাঁড়িয়েছে ৬৭,৪৪০ টাকা। প্রতি কেজি রূপোর দাম ০.৮ শতাংশ কমেছে।

610


কলকাতা বাদে অন্য শহরতলিতেই সোনার দামে হেরফের হচ্ছে। চেন্নাইতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১, ৫৭০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৬,২৫০ টাকা।

710


মুম্বইতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,৯৯০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,৯৯০ টাকা। 

810


দিল্লিতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,৮৬০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৬,৫৭০ টাকা। 

910

গতকালের তুলনায় বেশ অনেকটাই দাম কমেছে সোনার। করোনা আতঙ্কের মধ্যেও মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়েছে এই সোনার দাম।অন্যদিকে আন্তর্জাতিক বাজারের জেরে সোনার দামেও রদবদল দেখা দিয়েছে।

1010

বাজারে করোনা ভ্যাকসিন আসার সম্ভাবনা যত বাড়ছে ততই শেয়ার চাঙ্গা হতে শুরু করেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন,আগামী দিনে আরও কমতে পারে বলেই মনে করা হচ্ছে। সুতরাং ভ্য়াকসিন বাজারে এলে দাম যে আরও অনেকটাই পড়বে তা বলাই যাচ্ছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos