লক্ষ্মীবারে ফের সস্তা সোনা, হু হু করে কমছে ১০ গ্রামের দাম

লক্ষ্মীবারেই সোনায় সোহাগা। মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার।  বেশ কয়েকদিন উর্ধ্বমুখী  থাকার পর পরপর তিন দিন  দাম কমল সোনার। আজও সেই মতো দাম কমেছে সোনার। গতকালের তুলনায় আজ একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কেনা নিয়ে নাজেহাল।  লক্ষ্মীবারে কোথায় ঠেকল সোনার দাম। জেনে নিন আজকের বাজার দর।
 

Riya Das | Published : Nov 19, 2020 6:44 AM IST
17
লক্ষ্মীবারে ফের সস্তা সোনা,  হু হু করে কমছে ১০ গ্রামের দাম

একটানা উর্ধ্বমুখী থাকার পর ফের একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। 

27

লক্ষ্মীবারে সোনার দামে নয়া চমক। এমসিএক্স সূচক গোল্ড ফিচারে  ১০ গ্রাম সোনার দাম ৫০, ১৮০ টাকা । 

37


তবে গতকালের তুলনায় ফের আজ নতুন চমক দিয়েছে সোনার বাজার। পাশাপাশি রূপোর দামও নিচের দিকে।

47

২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০, ১৮০  টাকা।  গত আগস্ট মাস থেকে ১০ গ্রামে ৬০০০ টাকারও বেশি কমেছে সোনার দাম।
 

57

২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,৪৩০ টাকা।

67

রূপোর দামও একধাক্কায়  অনেকটাই কমেছে। ১ কেজি রূপোর আজকের দাম ৬২, ৯০০ টাকা।

77

গত তিন দিন ধরে ভারতীয় বাজারে সোনা-রূপার দাম লাগাতার কমছে।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos