একটানা উর্ধ্বমুখী থাকার পর ফের একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম।
লক্ষ্মীবারে সোনার দামে নয়া চমক। এমসিএক্স সূচক গোল্ড ফিচারে ১০ গ্রাম সোনার দাম ৫০, ১৮০ টাকা ।
তবে গতকালের তুলনায় ফের আজ নতুন চমক দিয়েছে সোনার বাজার। পাশাপাশি রূপোর দামও নিচের দিকে।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০, ১৮০ টাকা। গত আগস্ট মাস থেকে ১০ গ্রামে ৬০০০ টাকারও বেশি কমেছে সোনার দাম।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,৪৩০ টাকা।
রূপোর দামও একধাক্কায় অনেকটাই কমেছে। ১ কেজি রূপোর আজকের দাম ৬২, ৯০০ টাকা।
গত তিন দিন ধরে ভারতীয় বাজারে সোনা-রূপার দাম লাগাতার কমছে।
Riya Das