Published : Dec 22, 2020, 04:36 PM ISTUpdated : Dec 22, 2020, 04:39 PM IST
বছরের শেষে সোনায় সোহাগা। বেশ কয়েকদিন উর্ধ্বমুখী থাকার পর বর্ষশেষে ক্রিসমাসের আগেই ফের ভারতীয় বাজারে কমল সোনার দাম। তবে শুধু সোনা নয়, ব্যাপক পতন রূপোর দামেও। এর আগেও একধাক্কায় ৫০ হাজারের নিচে নেমেছিল সোনার দাম। বছরের শেষে নয়া চমক সোনার বাজারে। সপ্তাহের শুরুতেই কত কমল সোনার দাম, জেনে নিন আজকের বাজারদর।