সুখবর, ৪০০০ টাকা কমল সোনার দাম, দোকানে ভিড় বাড়ছে সাধারণ মানুষের

Published : Nov 28, 2020, 02:38 PM IST

মধ্যবিত্তের সোনায় সোহাগা। মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার। একটানা তিন সপ্তাহে  ৪০০০ টাকা দাম কমল সোনার। ফের ভারতীয় বাজারে অব্যাহত সোনা ও রূপোর পতন। ইক্যুইটি বাজারে একটানা তিনদিন দাম পড়ল সোনার। রূপোর দামও সস্তা হয়েছে কেজি প্রতি। গত দুদিনেও ভারতে একধাক্কায় পড়েছিল সোনা ও রূপোর দাম। একধাক্কায় ৫০ হাজারের নিচে নেমেছে সোনার দাম। জেনে নিন আজকের দর।

PREV
19
সুখবর, ৪০০০ টাকা কমল সোনার দাম, দোকানে ভিড় বাড়ছে সাধারণ মানুষের

একটানা তিন সপ্তাহে  ৪০০০ টাকা দাম কমল সোনার। আন্তর্জাতিক বাজারে ফের সোনা ও রূপোর দর কমল।

29

একটানা উর্ধ্বমুখী থাকার পর একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। ফের ভারতীয় বাজারে অব্যাহত সোনা ও রূপোর পতন। 

39

সোনার দামে নয়া চমক। এমসিএক্স সূচক গোল্ড ফিচারে  ১০ গ্রাম সোনার দাম ০.৮৫ শতাংশ কমেছে । 


 

49

তবে গতকালের তুলনায় ফের আজ নতুন চমক দিয়েছে সোনার বাজার। পাশাপাশি রূপোর দামও নিচের দিকে।

59

২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,১০৬ টাকা।  গত আগস্ট মাস থেকে ১০ গ্রামে ৬০০০ টাকারও বেশি কমেছে সোনার দাম।

69

রূপোর দামও একধাক্কায়  অনেকটাই কমেছে। এমসিএক্স সূচক পতনের ফলে ১.৩ শতাংশ কমেছে 
প্রতি কেজি রূপোর দাম।

79

১ কেজি রুপোর আজকের দাম ৫৯,১০০টাকা।

89

গত তিন সপ্তাহ ধরে ১০ গ্রামের হিসেবে ৪০০০ টাকা কমেছে সোনার দাম। এবং রূপোর দামও ৬০০০ টাকা কমেছে।

99


করোনার জেরে দেশের আর্থিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। করোনা ভ্যাকসিন আসার জেরে বিশ্বের শেয়ার বাজারে ফের কেনাবেচা শুরু হয়েছে। আর সেই কারণেই  আন্তর্জাতিক বাজারে দাম পড়ে গিয়েছে সোনা ও রূপার। 

click me!

Recommended Stories