রেকর্ড দরের চেয়ে প্রায় ৮০০০ টাকা সস্তায় মিলবে সোনা, উল্টোরথের দিন কোথায় ঠেকল ১০ গ্রামের দাম

Published : Jul 20, 2021, 12:20 PM IST

সোনার দাম যে কখন বাড়ছে আর কখন কমছে, তা নিয়েই নাজেহাল মধ্যবিত্ত। ফের উর্ধ্বমুখী সোনার দাম। সপ্তাহের শুরুতেই চড়চড়িয়ে বাড়ল সোনার দাম। এক মাসে উচ্চতম স্তরে পৌঁছে গিয়েছে সোনার দাম। তবে গত বছরের সর্বোচ্চ রেকর্ড দরের চেয়ে এই বছর সোনার দাম প্রায় ৮০০০ টাকা সস্তা। উল্টোরথের দিন কোথায় ঠেকল আজকের সোনার দর,জেনে নিন কলকাতার ১০ গ্রাম সোনার দাম।

PREV
19
রেকর্ড দরের চেয়ে প্রায় ৮০০০ টাকা সস্তায় মিলবে সোনা, উল্টোরথের দিন কোথায় ঠেকল ১০ গ্রামের দাম

উল্টোরথের দিন চড়চড়িয়ে বাড়ল সোনার দাম। এক মাসে উচ্চতম স্তরে পৌঁছে গিয়েছে সোনার দাম। 
 

29

তবে গত বছরের সর্বোচ্চ রেকর্ড দরের চেয়ে এই বছর সোনার দাম প্রায় ৮০০০ টাকা সস্তা।  

39


গত বছর আগস্টে সোনার দাম ছিল ৫৬, ২০০ টাকা। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। 

49


এমসিএক্স  সূচক অনুযায়ী সোনার দাম বর্তমানে ৪৮,২৭৮ টাকা ট্রেন্ড করছে, যা রেকর্ড দামের চেয়ে অনেকটাই সস্তা।

59

আন্তর্জাতিক বাজারে সোনার দাম ০.৩ শতাশ বেড়েছে। 
 

69


২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৬১০টাকা। 
 

79


 ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০,৩১০ টাকা।

89


 সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ অনেকটাই দাম কমেছে রূপোরও।

99


সোনার থেকেও আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর  আজকের দাম ৬৭,৫০০  টাকা। 
 

click me!

Recommended Stories