পরপর ২ দিন দাম কমল সোনার, বাড়ছে আরও সস্তা হওয়ার সম্ভাবনা, আজকের দর কত

ভারতীয় বাজারে পরপর দুদিন দাম করল সোনার। কখনও সোনার দামে আগুন তো কখনও আবার স্বাধ্যের মধ্যে। সোনার দাম কমা-বাড়া নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তর। কয়েকদিন আগেও সোনার দাম রেকর্ড গড়েছিল। ফের পরপর ২ দিন দাম কমল সোনার। মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে ফের চমক সোনার বাজারে। জেনে নিন আজকের দর।

Riya Das | Published : May 28, 2021 1:18 PM
17
পরপর ২ দিন দাম কমল সোনার, বাড়ছে আরও সস্তা হওয়ার সম্ভাবনা, আজকের দর কত

অগ্নিমূল্য  বাজারে সোনার দাম একদিকে কমছে তো অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে।  এর পাশাপাশি পাল্লা দিয়ে ওঠানামা হচ্ছে রূপোর দামেও।

27

বেশ কয়েকদিন আগেই বেশ দাম বেড়েছিল সোনার।  দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা। 

37


ভারতীয় বাজারে এবার পরপর ২ দিন দাম করল সোনার। করোনা আতঙ্কের মধ্যেও মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে এবার দাম কমল সোনার।

47

 ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,১৭০ টাকা। 

57


 ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০,৭৫০ টাকা।

67

 সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ দাম বেড়েছে রূপোরও।

77


কলকাতার বাজারে ১ কেজি রূপোর  আজকের দাম ৭২,০০০  টাকা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos