রেকর্ড দরের চেয়েও ৯০০০ টাকা কম, সপ্তাহের শুরুতেই কোথায় ঠেকল সোনার দাম

একদিকে করোনা অন্যদিকে অগ্নিমূল্য বাজার। মহাসঙ্কট পরিস্থিতিতে সোনার দাম কমলেই মুখে হাসি মধ্যবিত্তের। বিশ্ব বাজারে দুর্বলতার জেরে সোমবার ভারতেও চাঙ্গা হতে পারল না সোনা। তবে সোনার দামে পতন হলেও দাম বেড়েছে রূপোর। সপ্তাহের শুরুতে কোথায় ঠেকল সোনার দর, জেনে নিন কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম।

Riya Das | Published : Jul 5, 2021 10:42 AM IST
19
রেকর্ড দরের চেয়েও ৯০০০ টাকা কম, সপ্তাহের শুরুতেই কোথায় ঠেকল সোনার দাম

 বিশ্ব বাজারে কমেছে দর। সেই রেশ ধরেই ভারতীয় বাজারে দাম কমল সোনার। সোনার দাম কমা-বাড়া নিয়ে নাজেহাল অবস্থা মালিক থেকে মধ্যবিত্তের।

29


অগ্নিমূল্য  বাজারে সোনার দাম একদিকে কমছে তো অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে।  এর পাশাপাশি পাল্লা দিয়ে ওঠানামা হচ্ছে রূপোর দামেও।

39


বিশেষজ্ঞদের মতে, ভারতীয় বাজারে ৪৬,৬৫০ টাকায় সহায়তা পাচ্ছে সোনা। গত বছর আগস্টে ১০ গ্রামের দাম ৫৬, ২০০ টাকা পৌঁছালেও চলতি বছরে ভারতীয় বাজারে অনেকটাই কমেছে সোনার দর।

49


যদিও সোনার দাম কমা-বাড়া লেগেই রয়েছে। এক সময়ে দাম বাড়লে, হুড়মুড়িয়ে দাম কমছে হলুদ ধাতুর। অন্যদিকে বিশ্ব বাজারেও দাম কমেছে সোনার।

59

বেশ কয়েকদিন আগেই বেশ দাম বেড়েছিল সোনার। ফের দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও  সস্তা হয়েছে সোনা। 

69

 ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৬,৯২০টাকা। 

79


 ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯,৬২০ টাকা।

89


 সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ দাম বেড়েছে রূপোরও।

99


কলকাতার বাজারে ১ কেজি রূপোর  আজকের দাম ৭০,৪০০  টাকা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos