Published : Aug 06, 2021, 04:36 PM ISTUpdated : Aug 06, 2021, 04:37 PM IST
বেশ কয়েকদিন ধরেই দাম পড়ছে সোনার। গত বৃহস্পতিবার পর্যন্ত ৭০০ টাকা কমে গেছিল। এবং শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সোনার দাম যে কখন বাড়ছে আর কখন কমছে, তা নিয়েই নাজেহাল মধ্যবিত্ত। কোথায় ঠেকল আজকের সোনার দর,জেনে নিন কলকাতার ২২ ও ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম।
বেশ কয়েকদিন ধরেই দাম পড়ছে সোনার। গত বৃহস্পতিবার পর্যন্ত ৭০০ টাকা কমে গেছিল। এবং শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
48
বেশ কয়েকদিন ধরেই দাম পড়ছে সোনার। গত বৃহস্পতিবার পর্যন্ত ৭০০ টাকা কমে গেছিল। এবং শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
58
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দামে আজ ফিউচার মূল্য কমে গেছে। যা ০.২২ শতাংশ কমেছে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৫০০টাকা।
68
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯, ১০০ টাকা।
78
88
সোনার থেকেও আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৬৬,৬০০ টাকা।