হু হু করে দাম কমছে সোনার, আগামী দিনে হবে আরও সস্তা, দেখে নিন ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে

Published : Aug 06, 2021, 04:36 PM ISTUpdated : Aug 06, 2021, 04:37 PM IST

বেশ  কয়েকদিন ধরেই দাম পড়ছে সোনার। গত বৃহস্পতিবার পর্যন্ত ৭০০ টাকা কমে গেছিল। এবং শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সোনার দাম যে কখন বাড়ছে আর কখন কমছে, তা নিয়েই নাজেহাল মধ্যবিত্ত। কোথায় ঠেকল আজকের সোনার দর,জেনে নিন কলকাতার ২২ ও ২৪  ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম।

PREV
18
হু হু করে দাম কমছে সোনার, আগামী দিনে হবে আরও সস্তা, দেখে নিন ২২ ও ২৪ ক্যারেটের দর একনজরে
বিশ্ব বাজারে কমেছে দর। সেই রেশ ধরেই ভারতীয় বাজারে দাম কমল সোনার। সোনার দাম কমা-বাড়া নিয়ে নাজেহাল অবস্থা মালিক থেকে মধ্যবিত্তের।
28
ভারতীয় বাজারে এবার পরপর বেশ কয়েকদিন দাম কমল সোনার। করোনা আতঙ্কের মধ্যেও মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে এবার দাম পড়েছ সোনার।
38
বেশ কয়েকদিন ধরেই দাম পড়ছে সোনার। গত বৃহস্পতিবার পর্যন্ত ৭০০ টাকা কমে গেছিল। এবং শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
48
বেশ কয়েকদিন ধরেই দাম পড়ছে সোনার। গত বৃহস্পতিবার পর্যন্ত ৭০০ টাকা কমে গেছিল। এবং শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
58
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দামে আজ ফিউচার মূল্য কমে গেছে। যা ০.২২ শতাংশ কমেছে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৫০০টাকা।
68
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯, ১০০ টাকা।
78


 

88
সোনার থেকেও আশা জাগাচ্ছে রূপো। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৬৬,৬০০ টাকা।
click me!

Recommended Stories