৫০ হাজারের কোটায় ছুঁই ছুঁই সোনার দাম, বিয়ের মরশুমে কীভাবে লাভবান হবেন

একদিকে বিয়ের মরশুম, আর তার উপরেই লাগাতার  বাড়তে শুরু করেছে সোনার দাম। মাসের শুরুতেও বেশ দাম কমলেও রেকর্ড হারে বাড়ছে  সোনার দাম। কয়েকদিন আগেও সোনার দাম রেকর্ড গড়েছিল। মহাসঙ্কট পরিস্থিতিতে যেভাবে অর্থনৈতিক বাজারে মন্দা দেখা দিয়েছে তার জেরে সোনার দাম আরও বাড়বে বলেই আশা করাই হচ্ছে।  ইতিমধ্যেই ৫০ হাজারের কোটায় ঢুকতে চলেছে সোনার দাম। এহেন পরিস্থিতিতে সোনা কেনা তো দূরের কথা দামের কথা ভাবলেই মধ্যবিত্তের মাথায় হাত পড়ছে। কিন্তু বিয়ের মরশুমে কীভাবে লাভবান হতে পারবেন আপনি, জেনে নিন বিস্তারিত।

Riya Das | Published : Jun 29, 2020 10:58 AM IST

110
৫০ হাজারের কোটায় ছুঁই ছুঁই সোনার দাম, বিয়ের মরশুমে কীভাবে লাভবান হবেন

অগ্নিমূল্য  বাজারে সোনার দাম একদিকে কমছে তো অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে। বিয়ের মরশুমে  সোনার দাম বাড়া-কমাও তো লেগেই রয়েছে।
 

210

ভারত ও চিনের সংঘর্ষ নিয়ে উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের জেরে সোনার দামেও রদবদল দেখা দিয়েছে। সোনার দাম আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

310

কিন্তু বর্তমান এই সঙ্কট পরিস্থিতিতে সোনার দাম নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছেন সোনা ব্যবসায়ী থেকে সাধারণ  মানুষ।

410

মহাসঙ্কট পরিস্থিতিতে অগ্নিমূল্য বাজারে কোন খাতে ইনভেস্ট করলে আপনি লাভবান হতে পারবেন তা জানা ভীষণ জরুরি।

510

 গত এক বছরে গোল্ড মিউচুয়াল ফান্ড ৪০.৩৯ শতাংশ হিসবে রিটার্ন দিয়েছে। যা অন্য অ্যাসেটের তুলনায় বেশ অনেকটাই বেশি।

610

আইএমএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক গ্রোথ ক্রমশ কমছে।  গোটা দেশেই অর্থনীতির পরিস্থিতি খুবই সঙ্কটজনক।

710

আইএমএফ-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ২০২০ সালে ভারতের অর্থনীতি ৪.৫ শতাংশ কমে যাবে। আর এই কারণের জেরেই সোনার দামও লাগাতার বেড়েই চলেছে।

810

 
আর্থিক অনিশ্চয়তার জন্য দাম বাড়লে, গোল্ডের ট্র্যাক রেকর্ড দেখলেই বোঝা যাবে , এই খাতে ইনভেস্ট করলেই আপনি লাভবান হতে পারবেন। গত এক দশকে সবথেকে বেশি ইনভেস্ট করার রিটার্ন এই খাতেই হয়েছে।
 

910


২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৬৭০ টাকা। গতকাল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৭,৭২০ টাকা।

1010

  ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৯৪০টাকা। এবং গতকাল ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম  ছিল ৪৮,৯৯০ টাকা।

Share this Photo Gallery
click me!
Recommended Photos