মাসের শেষেই একধাক্কায় দাম কমল সোনার, দোকানে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ

বিয়ের মরশুম পড়তে না পড়তে হুড়মুড়িয়ে বাড়তে শুরু করেছিল সোনার দাম। মাসের শুরুতেও বেশ দাম কমেছিল সোনার। কয়েকদিন আগেও সোনার দাম রেকর্ড গড়েছিল। তবে মাসের শেষের দিকেই ফের দাম কমতে শুরু হয়েছে সোনার। গত ৪ দিনের মধ্যে আজ অনেকটাই দাম কমেছে। লকডাউনের মধ্যে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে সোনার বাজারে ফের চমক।  জেনে নিন আজকের দর।

Riya Das | Published : Jun 26, 2020 11:52 AM IST
110
মাসের শেষেই একধাক্কায় দাম কমল সোনার, দোকানে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ

অগ্নিমূল্য  বাজারে সোনার দাম একদিকে কমছে তো অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে। বিয়ের মরশুমে  সোনার দাম বাড়া-কমাও তো লেগেই রয়েছে, এর পাশাপাশি পাল্লা দিয়ে ওঠানামা হচ্ছে রূপোর দামেও।

210


বেশ কয়েকদিন আগেই বেশ দাম বেড়েছিল সোনার।  দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা।

310

ভারত ও চিনের সংঘর্ষ নিয়ে উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের জেরে সোনার দামেও রদবদল দেখা দিয়েছে।

410

গতকালের ৪ দিনের তুলনায় আজ  খানিকটা দাম কমেছে সোনার। জুন মাসের শুরুতেই একধাক্কায় কমেছিল সোনার দাম। আতঙ্কের মধ্যেও মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়েছে এই সোনার দাম।

510

 ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৩৩০ টাকা। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৭২০ টাকা।

610


গতকাল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৭,৫৫০ টাকা। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৮৪০ টাকা।

710


 সোনার পাশাপাশি রূপোর দামেও অনেকটাই হেরফের হয়েছে। গতকালের তুলনায় আজ দাম বেড়েছে রূপোরও।

810


কলকাতার বাজারে ১ কেজি রূপোর  আজকের দাম ৪৭,৭০০ টাকা। যা গতকাল ছিল ৪৭,৬০০ টাকা।

910

আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করেই এই দাম ওঠা নামা হয়েই চলেছে।

1010

বিয়ের মরশুমে যদি সোনার দাম কমে এতে আখেরে অনেকটাই লাভ হবে মধ্যবিওদের। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos