রান্নার গ্যাস নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। একধাক্কায় রান্নার গ্যাস বাড়ছে তো আবার কমছে । কখনও আবার ব্যাঙ্কে ভর্তুকি ঢুকছে না। এতসবের মধ্যে রান্নার গ্যাসের কালোবাজারি চলছে। যতটা পরিমাণ রান্নার গ্যাস দরকার, ততটা তো মিলছেই না উল্টে তার অনেক কমটাই পাচ্ছে। এলপিজি-র কালো বাজারি রুখতে সম্প্রতি মোদি সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ জেনে নিন কীভাবে আটকাবেন রান্নার গ্যাসের কালো বাজারি।