ভর্তুকিহীন সিলিন্ডারে রান্নার গ্যাসের কম পাচ্ছেন, কালোবাজারি রুখতে কী করবেন জানুন

রান্নার গ্যাস নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। একধাক্কায় রান্নার গ্যাস বাড়ছে তো আবার কমছে । কখনও আবার ব্যাঙ্কে ভর্তুকি ঢুকছে না। এতসবের মধ্যে  রান্নার গ্যাসের কালোবাজারি চলছে। যতটা পরিমাণ রান্নার গ্যাস দরকার, ততটা তো মিলছেই না উল্টে তার অনেক কমটাই পাচ্ছে। এলপিজি-র কালো বাজারি রুখতে সম্প্রতি মোদি সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷  জেনে নিন কীভাবে আটকাবেন রান্নার গ্যাসের কালো বাজারি।

Riya Das | Published : Aug 10, 2020 6:46 PM / Updated: Aug 10 2020, 06:50 PM IST
18
ভর্তুকিহীন সিলিন্ডারে রান্নার গ্যাসের কম পাচ্ছেন, কালোবাজারি রুখতে কী করবেন জানুন


এলপিজি-র কালো বাজারি রুখতে সম্প্রতি মোদি সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ 

28

গ্যাসের কালো বাজারি  রুখতে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য নয়া পদক্ষেপ নিয়ে এসেছে ৷ 

38

এবার থেকে এখন গ্যাস ডেলিভারির সময় উপভোক্তার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা মেসেজ ডেলিভারি বয়কে বলা বাধ্যতামূলক করা হয়েছে ৷ এরপরই সিলিন্ডার ডেলিভার করা হয়ে থাকে ৷ 

48

যদিও এর সঙ্গে কম পরিমাণের গ্যাস ডেলিভারির কোনও যোগ নেই ৷ তবে আপনার যদি মনে হয় ডেলিভারি ম্যান  কম গ্যাস থাকা সিলিন্ডার  আপনাকে দিচ্ছে  তাহলে শীঘ্রই সেই বিষয়ে অভিযোগ দায়ের করতে পারবেন ৷

58


 গত মাসে মোদি সরকার গ্রাহক সুরক্ষা আইন -২০১৯(কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট- ২০১৯ ) চালু করেছে ৷ সেই ক্ষেত্রে কম গ্যাস দিলে গ্যাস এজেন্সির বিরুদ্ধে তদন্ত করা হবে ৷ এমনকী তার লাইসেন্সও বাতিল করে দেওয়া হতে পারে ৷

68



কম গ্যাসের বিষয়ে এজেন্সিতে অভিযোগ জানানোর পরও যদি কোনও পদক্ষেপ না নেওয়া হলে সরাসরি উপভোক্তা ফোরামে অভিযোগ জানাতে পারবেন গ্রাহকেরা৷

78

গ্রাহক সুরক্ষা আইন -২০১৯ লাগু হওয়ার পর গ্রাহকদের কাছে একাধিক বিকল্প রয়েছে  ৷ আইনে জানানো হয়েছেস কোনও গ্যাস এজেন্সি গ্রাহকদের প্রতারিত করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷ 

88

বেশিরভাগ গ্রাহকেরাই গ্যাস সিলিন্ডার ডেলিভারি নেওয়ার সময় ওজন মেপে নেয় না ৷ তবে বাড়িতে ওজন মেশিন থাকলে ডেলিভারি নেওয়ার সময় ওজন মেপেই নেওয়া উচিত ৷ তাহলেই হাতেনাতে ধরা পড়বে রান্নার গ্যাসের কালোবাজারি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos