Published : Apr 11, 2020, 11:07 AM ISTUpdated : Apr 11, 2020, 11:10 AM IST
সারা দেশ জুড়ে করোনা আতঙ্ক গ্রাস করেছে। যার জেরে নাজেহাল বিশ্ববাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। এই লকডাউন চলাকালীন সকলেই ঘরবন্দি। এরই মধ্যে কিছুদিন আগেই সুখবর শুনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এবার তিন মাস সম্পূর্ণ বিনামূল্যে মিলবে রান্নার গ্যাস। এর ঘোষণা করার পরই মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যে পরিবারগুলি গ্যাস সিলিন্ডার নিয়েছেন আগামী তিনমাস তাদের বিনামূল্যে গ্যাস দেবে কেন্দ্রীয় সরকার। কবে থেকে মিলবে এই সুবিধা, এবং কীভাবেই বা এই সুবিধা পেতে পারেন, জেনে নিন বিস্তারিত।